চট্টগ্রামে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠায় কমিশনের সুপারিশকে স্বাগত জানিয়েছেন ৩১৫ আইনজীবী

বাসস
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ২০:১০

ঢাকা, ৮ জুলাই, ২০২৫ (বাসস): অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত আইন ও বিচার সংস্কার কমিটি চট্টগ্রামে সুপ্রিমকোর্টের স্থায়ী হাইকোর্ট বেঞ্চ (এডমিরালটি ও কোম্পানি জুরিসডিকশনসহ) প্রতিষ্ঠার সুপারিশকে স্বাগত জানিয়েছেন চট্টগ্রাম জেলা বার এসোসিয়েশনের বর্তমান ও সাবেক নেতারাসহ ৩১৫ জন আইনজীবী ।

আজ মঙ্গলবার চট্টগ্রামে এডমিরালটি ও কোম্পানি জুরিসডিকশন সহ হাইকোর্টের পূর্ণাঙ্গ স্থায়ী বেঞ্চের সুপারিশকে স্বাগত জানিয়ে দেয়া বিবৃতিতে স্বাক্ষর করেছেন চট্টগ্রাম জেলা বার এসোসিয়েশনের সাবেক সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিল সদস্য অ্যাডভোকেট এস এম বদরুল আনোয়ার (হাইকোর্ট বাস্তবায়ন পরিষদের বর্তমান আহ্বায়ক), অ্যাডভোকেট শামসুদ্দিন আহমদ মির্জা, মাহাবুব উদ্দিন আহমেদ, খোরশেদ আলম চৌধুরী, রেজাউল করিম চৌধুরী (রেজা), দেলোয়ার হোসেন চৌধুরী, আব্দুল কুদ্দুস, সৈয়দ আনোয়ার হোসেন, চট্টগ্রাম বারের বর্তমান সভাপতি আবদুস সাত্তার, সেক্রেটারি হাসান আলী চৌধুরী, সাবেক সেক্রেটারি আবদুর রাজ্জাক, কাশেম কামাল, ফজলুল বারি, আনোয়ারুল ইসলাম চৌধুরী, মো. কফিল উদ্দিন চৌধুরী, মো. রফিকুল কাদের, মো. সালেহ উদ্দিন হায়দার সিদ্দিকী, মুহাম্মদ দেলোয়ার হোসেন চৌধুরী, জিয়াউদ্দিন আহমেদ শিবু, ফয়েজ উল্লাহ, সৈয়দ মোক্তার আহমদ, মুহাম্মদ এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ হাশেম, মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী,  সাইফুদ্দিন মাহমুদ, সুভাষ চন্দ্র লালা, এম.এ. সোবহান, মো. খোরশেদ আলম চৌধুরী, মোহাম্মদ হুমায়ুন আকতার, আখতার কবির চৌধুরীসহ ৩১৫ জন বিশিষ্ট আইনজীবী। 

বিবৃতিদাতারা বলেন, বিভাগীয় শহর চট্টগ্রামে জনসংখ্যা, ভৌগোলিক অবস্থান ও জনসংখ্যানুপাতে পৃথক ও পূর্ণাঙ্গ হাইকোর্ট বেঞ্চ প্রতিষ্ঠার দাবি দীর্ঘদিনের। ঢাকা কেন্দ্রিক আমলাতান্ত্রিক জটিলতা, স্বার্থান্বেষী মহল কর্তৃক এই যৌক্তিক দাবির বিরোধীতার কারণে বিষয়টি এতদিন বাস্তবায়িত হয়নি। দেশের বৃহত্তর জাতীয় স্বার্থে বিচার প্রার্থীদের দুর্ভোগ কমাতে সংস্কার কমিশনের প্রস্তাবের আলোকে চট্টগ্রামে অবিলম্বে হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ প্রতিষ্ঠা করতে হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভয়াবহ বিমান দুর্ঘটনার পর হংকং বিমানবন্দরের রানওয়ে পুনরায় চালু
ভাল্লুকের 'ভয়াবহ' আক্রমণ মোকাবেলায় সেনাবাহিনীর সাহায্য চাইলেন জাপানের গভর্নর
বেরোবি ছাত্র সংসদ আইনের অনুমোদন
হাত ধোয়া দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে র‌্যালি ও সভা
৫ ডিসেম্বর প্রথমবারের মত ঢাকায় হচ্ছে স্টুডেন্টস রান ২০২৫
যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিরাজগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প
জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর
কালীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত
বিএম কলেজে ছাত্রদলের নেতৃত্ব বাছাইয়ে ভোট গ্রহণ শুরু
ক্র্যাবের ১০৫তম বোর্ড সভা অনুষ্ঠিত
১০