গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণতন্ত্র মঞ্চ

বাসস
প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ২১:৫০

ঢাকা, ১৬ জুলাই, ২০২৫ (বাসস) : গোপালগঞ্জে এনসিপি নেতৃবৃন্দের ওপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীর হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন গণতন্ত্র  মঞ্চের নেতৃবৃন্দ। অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলন এর সমন্বয়ক হাসনাত কাইয়ুম এবং জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন আজ এক বিবৃতিতে গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও  আওয়ামী লীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তারা বলেন, বছর ঘুরতে না ঘুরতেই পতিত ফ্যাসিবাদের দোসর আবার গোপালগঞ্জে মাথাচাড়া দিয়ে উঠেছে। যে ফ্যাসিবাদের বিরুদ্ধে গত বছর জুলাই-আগস্টে হাজারো ছাত্র-জনতা জীবন দিলো, আহত হলো, পঙ্গুত্ব বরণ করলো, সেই জুলাই মাসেই আবার সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ জুলাই আগস্ট গণ- অভ্যুত্থানের সামনের সারির নেতৃবৃন্দের উপর এই হামলা করলো। এই ঘটনা প্রমাণ করে যে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালনে ব্যর্থ।

নেতৃবৃন্দ বিস্ময় প্রকাশ করে বলেন, গত দুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে নানা ভাবে গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার হুমকি প্রদান করে আসছিল চিহ্নিত সন্ত্রাসীরা। তারপরও কেন আগাম নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হলো না?

অনতিবিলম্বে হামলাকারী চিহ্নিত (ভিডিও ফুটেজ দেখে) এই সন্ত্রাসীদের গ্রেফতার করার দাবি জানান তারা। পাশাপাশি গত জুলাই আগস্ট ছাত্র শ্রমিক জনতার গণ-অভ্যুত্থানে হাজার হাজার ছাত্র শ্রমিক জনতা হত্যা করে যারা গণহত্যা সংগঠিত করেছে তাদের বিরুদ্ধে মামলা করে  বিচারের  ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানান।

একই সাথে পলায়নকারী ফ্যাসিবাদ কোন অবস্থায়ই যাতে আবার ফিরে আসতে না পারেন তার জন্য দেশবাসীকে সোচ্চার থাকারও আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আলেমদেরকে রাষ্ট্রের দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে : ধর্ম উপদেষ্টা
সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
নাটোরে পল্লী সঞ্চয় ব্যাংকের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
গাজীপুরে ভূমিকম্পে আতঙ্ক সৃষ্টি, হতাহতের খবর পাওয়া যায়নি 
আইএলও মহাপরিচালকের সাথে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টার বৈঠক
ভূমিকম্পে ক্ষয়ক্ষতির প্রাথমিক প্রতিবেদন
কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত
সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ‘এ’ দল
চট্টগ্রামে সাবেক এমপি মহিউদ্দিন বাচ্চুর সহযোগী আবু বক্কর গ্রেপ্তার
ভূমিকম্পে আহতদের চিকিৎসায় বিএমইউতে জরুরি প্রস্তুতি
১০