ঢাকা, ১৭ জুলাই, ২০২৫ (বাসস): রাজধানীর শ্যামলীতে যুবকের সর্বস্ব ছিনিয়ে নেওয়ার ঘটনায় আল আমিন (২৮), আসলাম শিকদার (২৯) ও কবির (২২) নামে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
গতকাল বুধবার কেরানীগঞ্জ ও ভোলার চরফ্যাশন এবং ১৪ জুলাই মোহাম্মদপুর থেকে তাদেরকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি)-তেজগাঁও বিভাগ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও চাপাতি উদ্ধার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
ডিবি সূত্রে জানা যায়, গত ১১ জুলাই সকালে জনৈক শিমিয়ন ত্রিপুরা (৩০) তার কর্মস্থল ধামরাই যাওয়ার পথে মেরিগোল্ড ইন্টারন্যাশনাল স্কুলের কাছে পাকা রাস্তার ওপর তিন জন অজ্ঞাতনামা দুর্বৃত্ত চাপাতি ও হাসুয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে ১ হাজার টাকাসহ একটি ব্যাকপ্যাক ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
এ ঘটনায় ভিকটিম শিমিয়ন ত্রিপুরার অভিযোগের ভিত্তিতে শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করা হয়।