শ্যামলীতে চাপাতি-বাইকসহ তিনজন গ্রেফতার

বাসস
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ২০:১৯
ছবি: ডিএমপি

ঢাকা, ১৭ জুলাই, ২০২৫ (বাসস): রাজধানীর শ্যামলীতে যুবকের সর্বস্ব ছিনিয়ে নেওয়ার ঘটনায় আল আমিন (২৮), আসলাম শিকদার (২৯) ও কবির (২২) নামে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। 

গতকাল বুধবার কেরানীগঞ্জ ও ভোলার চরফ্যাশন এবং ১৪ জুলাই মোহাম্মদপুর থেকে তাদেরকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি)-তেজগাঁও বিভাগ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও চাপাতি উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।  

ডিবি সূত্রে জানা যায়, গত ১১ জুলাই সকালে জনৈক শিমিয়ন ত্রিপুরা (৩০) তার কর্মস্থল ধামরাই যাওয়ার পথে মেরিগোল্ড ইন্টারন্যাশনাল স্কুলের কাছে পাকা রাস্তার ওপর তিন জন অজ্ঞাতনামা দুর্বৃত্ত চাপাতি ও হাসুয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে ১ হাজার টাকাসহ একটি ব্যাকপ্যাক ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। 

এ ঘটনায় ভিকটিম শিমিয়ন ত্রিপুরার অভিযোগের ভিত্তিতে শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করা হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মতিঝিল সেনা কল্যাণ ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট
সৎ মানুষকে দলে অন্তর্ভুক্ত করতে হবে : রুহুল কবির রিজভী
জুলাই গণ-অভ্যুত্থানের প্রথমবার্ষিকী উপলক্ষ্যে ঢাবির বিভিন্ন হলে কর্মসূচি পালন
সবার সম্মিলিত প্রচেষ্টার ফল এই জুলাই বিপ্লব : জান্নাত তাবাসসুম
জামায়াতের সমাবেশ শনিবার 
স্টারলিংক-এর ভাইস প্রেসিডেন্টের নেতৃত্বে স্পেসএক্স  প্রতিনিধিদল ঢাকায় আসছে আজ
বান্দরবানে মাইন বিস্ফোরণে আহত ৬ জনকে বিজিবির সহায়তা
‘জুলাই শহীদ স্মরণে’ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ ও আলোচনা সভা
ঐকমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা : জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও দৃশ্যমান
ভূটানকে ৩-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশ
১০