ছাত্র-জনতা হত্যা মামলায় সিলেটে পাঁচ আওয়ামী লীগ নেতা কারাগারে

বাসস
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ২০:৪৭

সিলেট, ১৭ জুলাই, ২০২৫ (বাসস) : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার আসামি সিলেটের গোলাপগঞ্জের পাঁচ আওয়ামী লীগ নেতাকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। 

মামলার আসমিরা আজ বৃহস্পতিবার দুপুরে আত্মসমর্পণ করলে সিলেট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ আশফাকুর রহমান তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

বিবাদী পক্ষের আইনজীবী প্রীতিষ দত্ত পিংকু জানান, তারা আদালতে জামিন চাইলে আদালত জামিন মঞ্জুর না করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

জামিন নামঞ্জুর হওয়া আওয়ামী লীগ নেতারা হলেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী ফখর, সাবেক পৌর কাউন্সিলর এম ফজলুল আলম ফজলু, উপজেলা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, পৌর আওয়ামী লীগের সাদেক আহমদ, আমুড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরান হোসেন।

এর আগে, ২০২৪ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় একাধিক হত্যা মামলা রয়েছে এই পাঁচ নেতার বিরুদ্ধে। তারা উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় নিয়ম অনুযায়ী বৃহস্পতিবার সিলেটের আদালতে আত্মসমর্পণ করে স্থায়ী জামিন প্রার্থনা করলে আদালতে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
শেরপুরে টাইফয়েড টিকাদান কর্মসূচি বিষয়ক সভা
রাষ্ট্রপতিকে স্পিকারের শপথ পড়ানোর বিধান প্রশ্নে রুল শুনানিতে ৭ অ্যামিকাস কিউরি নিয়োগ
মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের হিলি স্থলবন্দর পরিদর্শন
পুতিন ও জেলেনস্কিকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকের দিকে নজর ট্রাম্পের
নওগাঁয় ৩৫০জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
সাতক্ষীরার তালায় ৭ ফার্মেসি মালিককে জরিমানা
রাজধানীতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১৩ নেতাকর্মী গ্রেফতার
অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচার: সজীব ওয়াজেদের বিরুদ্ধে মামলা
লুট হওয়া পাথর ৭ দিনের মধ্যে জায়গামতো রাখতে হাইকোর্টের নির্দেশ
১০