বাকৃবি’তে জাতীয়তাবাদী ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল

বাসস
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১৯:৪৯
আজ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত। ছবি : বাসস

বাকৃবি (ময়মনসিংহ), ১৯ জুলাই, ২০২৫ (বাসস) : জেলায় আজ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাকৃবি শাখার উদ্যোগে আজ শনিবার দুপুরে যোহরের নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ মিলাদ- মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিলে শহীদদের আত্মার মাগফিরাত, দেশ ও জাতির শান্তি, শিক্ষা ও নৈতিকতা বৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মোহাম্মদ লুৎফুর রহমান।

বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল হক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হেলাল উদ্দিন। 

এ সময় অন্যান্যের মধ্যে অধ্যাপক ড. মো. আব্দুল বাতেন, অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান, অধ্যাপক ড. মো. আমির হোসেন, অধ্যাপক ড. মো. শাহজাহান মঞ্জিল, অধ্যাপক ড. জি এইচ এম সাগর এবং ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইব প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সবাই মিলে জাতীয় ঐক্য করব : জাতীয় সমাবেশে জামায়াত আমির 
শহীদ সাংবাদিক তুরাবের শাহাদাত বার্ষিকীতে দ্রুত বিচার নিশ্চিতের দাবি
চরমপন্থা পুনর্বাসন রোধে সজাগ থাকার আহ্বান তারেক রহমানের
মনপুরায় নৌবাহিনীর অভিযানে ৭০ লাখ মিটার অবৈধ জাল জব্দ
সেনাবাহিনীর যানবাহনে একটি রাজনৈতিক দলকে সহায়তা সম্পর্কিত পোস্ট বিভ্রান্তিমূলক 
পর্যটন মৌসুমে কুয়াকাটা ও কক্সবাজার সৈকত পরিচ্ছন্ন রাখতে নির্দেশ পরিবেশ উপদেষ্টার
মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থায় ত্রুটি, ভোগান্তিতে হাজারো ভ্রমণকারী
ভিয়েতনামের হা লং উপসাগরে পর্যটকবাহী নৌকা ডুবে ১৮ জন নিহত
প্রথম বিভাগ দাবা লিগে ষষ্ঠ রাউন্ড শেষে ইসফট এরিনা শীর্ষে
শ্রীলংকাকে ৫-০ গোলে পরাজিত করে সবার উপরে বাংলাদেশ
১০