নারায়ণগঞ্জ, ১৭ আগস্ট, ২০২৫ (বাসস) : শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সার্বিক সহায়তায় সনাতন ধর্মাবলম্বীরা বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে।
এ অনুষ্ঠানে গতকাল প্রধান অতিথি হিসেবে অংশ নেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি'র আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান। আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপুসহ বিএনপি ও দলটির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী।
বিএনপি মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।