জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান

বাসস
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ২৩:৪৩
ছবি : বাসস

ঢাকা, ১৯ জুলাই, ২০২৫ (বাসস) : জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বিপ্লবী সাংস্কৃতিক ঐক্য।

অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে জুলাই বিপ্লবকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার কথা জানান আয়োজকরা।

আজ শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ‘মুক্ত করো ভয়’ শীর্ষক এই অনুষ্ঠান। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টের অধ্যাপক ড. শহীদুল জাহিদ অতিথির বক্তব্যে বলেন, ‘সংস্কৃতি আমাদের পরিচয়। এক জাতি থেকে আরেক জাতিকে আলাদা করা যায় সংস্কৃতির মাধ্যমে। অথচ দীর্ঘদিন ধরে এখানে আমাদের নিজস্ব সংস্কৃতি চর্চা উপেক্ষিত। আশা করব, বিপ্লবী সাংস্কৃতিক ঐক্যের মাধ্যমে এই ঘাটতি দূর হবে।‘

বিপ্লবী সাংস্কৃতিক ঐক্যের সদস্য সচিব কল্লোল শরিফির উপস্থাপনায় গান, কবিতা, নাটক ও মূকাভিনয় পরিবেশন করে বিপ্লবী সাংস্কৃতিক ঐক্যের সদস্যগণ।

অনুষ্ঠানে দলীয় সঙ্গীত পরিবেশন করে সাংস্কৃতিক সংগঠন শিল্প সরোবর ও জাগরণ শিল্পী গোষ্ঠী, একক সংগীত পরিবেশন করেন রিকশা শ্রমিক পাগলা খোকন, দিপাশ আনোয়ার, মিজানুর রহমান নীরব, রাসেল দেওয়ান, জাহিদুর রহমান, আশরাফুল ইসলাম, মুহসিনুল করিম এবং শিশুশিল্পী ফাইজা। 

আবৃত্তি করেন বিপ্লবী সাংস্কৃতিক ঐক্যের আহ্বায়ক মৃন্ময় মিজান, সরোয়ার হোসেন খান, মো. আল আমিন, মাহবুব টিটু, সিনথিয়া নীলা, কঠোর হাসান, মাসুদ মনিরুল, আব্দুল মজিদ, তাহমীদ জামান, রি হোসাইন, তরিকুল ফাহিম, কামাল মিনা, নোমানুজ্জামান মাহিন, সারমিন জুঁই, কবি শামীম রেজা, জান্নাতুল ফেরদৌস, আহমাদ আবু জাফর, কবি রোকসানা রহমান, মাহমুদুল হাসান, মো. রাশিদুল হাসান, রবিউল আলম।

নৃত্য পরিবেশন করেন জান্নাতুল ফেরদৌসি শান্তা। সবশেষে জাদু পরিবেশন করেন সাদাত মামুন এবং মূকাভিনয় করেন আবু সাদাত মো. সায়েম ও স্মরণ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শাহজালাল বিমানবন্দরে ১৫৭৭ গ্রাম স্বর্ণ উদ্ধার : আটক ২
গণ-অভ্যুত্থানের পরে বাংলাদেশে নতুন করে ভয়ের সংস্কৃতি তৈরি করা হচ্ছে : নাহিদ ইসলাম
শিল্পকলায় জার্মান নাট্যকার ব্রেখটের 'ব্যতিক্রম এবং নিয়ম'-এর দ্বিতীয় সফল মঞ্চায়ন
সিরিয়া-ইসরাইল যুদ্ধবিরতিকে স্বাগত জানালো ইইউ, নাগরিকদের সুরক্ষা প্রদানের আহ্বান
সিরিয়ার দ্রুজ-প্রধান এলাকায় সহিংসতায় নিহত বেড়ে ৯৪০ : পর্যবেক্ষক সংস্থা
জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান
দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সবাই মিলে জাতীয় ঐক্য করব : জাতীয় সমাবেশে জামায়াত আমির 
শহীদ সাংবাদিক তুরাবের শাহাদাত বার্ষিকীতে দ্রুত বিচার নিশ্চিতের দাবি
চরমপন্থা পুনর্বাসন রোধে সজাগ থাকার আহ্বান তারেক রহমানের
মনপুরায় নৌবাহিনীর অভিযানে ৭০ লাখ মিটার অবৈধ জাল জব্দ
১০