ঢাকা, ১৯ জুলাই, ২০২৫ (বাসস) : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫৭৭ গ্রাম স্বর্ণালঙ্কারসহ মো. শরীফুল আলম (৩০) ও মো. জুবায়ের (৩৬) নামে দুইজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ।
জানা গেছে, আজ শনিবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগমনি ১ নং ও ২ নং ক্যানোপি মাঝখান এলাকা থেকে শরীফুল ও জুবায়ের নামে দুইজন ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রাইভেট কার স্টার্ট দিয়ে পালানোর চেষ্টা করলে এয়ারপোর্ট এপিবিএন ফোর্স তাদেরকে আটক করে ।
সেখানে তল্লাশিকালে আটককৃত একটি সিলভার রঙের প্রাইভেট কার থেকে সিটের মাঝখানে গাড়ির টুলবক্স থেকে ১৩ টি কফি কালারের ছোট ব্যাগের ভিতর হতে ১৫৭৭ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৯২লাখ,৩৯ হাজার,৪০০ টাকা ।
জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে, উদ্ধারকৃত স্বর্ণালংকারগুলো বিভিন্ন দেশ হতে অজ্ঞাতনামা যাত্রীর মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আনা হয়। আটককৃতরা দীর্ঘদিন যাবৎ বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সাথে জড়িত এবং রিসিভার হিসেবে কাজ করে আসছে। তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় শনিবার সন্ধ্যায় একটি মামলা দায়ের করা হয়েছে ।
এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন,‘নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমনে এয়ারপোর্ট এপিবিএন কাজ করে। বিমানবন্দর ব্যবহার করে যেকোনো চোরাচালান রোধে আমরা সর্বোচ্চ সতর্ক আছি।’