ঢাকা, ২০ জুলাই, ২০২৫ (বাসস) : রাজধানীর চকবাজারে এক ফার্মেসি মালিকের ওপর ছুরিকাঘাতের ঘটনায় গতকাল বংশালের সাতরওজা এলাকায় অভিযান চালিয়ে সাদ্দাতুল ইসলাম আপন ভূঞাকে (২১) গ্রেফতার করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ১৬ জুলাই দুপুরে একজন অজ্ঞাত ব্যক্তি চকবাজারের নাজিম উদ্দিন রোডে অবস্থিত ‘আব্দুল্লাহ ফার্মেসি’তে এসে অতিরিক্ত ঘুমের ওষুধ কেনার চেষ্টা করে।
ফার্মেসির মালিক মো. নাহিদুল ইসলাম (৩৭) প্রেসক্রিপশন দেখতে চাইলে সেই ব্যক্তি অশোভন আচরণ করে ও প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। একই দিন বিকেলে সেই ব্যক্তি পুনরায় দোকানে ফিরে এসে মালিকের বুকের বাম পাশে ছুরি মেরে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা নাহিদুল ইসলামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
পরবর্তী সময়ে ভিকটিম কিছুটা সুস্থ হলে চকবাজার থানায় মামলা দায়ের করেন। পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় হামলাকারী সাদ্দাতুলকে শনাক্ত শেষে গ্রেফতার করে।
আসামির দেওয়া তথ্যমতে, বংশালের আগাসাদেক রোডের একটি বাসার বাথরুমের ফল্স সিলিং থেকে হামলায় ব্যবহৃত ছুরি, তার পরিহিত জামা, প্যান্ট এবং স্যান্ডেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।