ঢাকা, ২০ জুলাই, ২০২৫ (বাসস) : রাজধানীর গুলিস্তান ও আজিমপুরে বাস পোড়ানোর নামে ছড়িয়ে পড়া ভিডিও অনেক পুরনো এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে আজকের ঘটনা হিসেবে এটি প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপি’র মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গুলিস্তান ও আজিমপুর এলাকায় আজ এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
একটি কুচক্রী মহল পুরনো ভিডিও ও ছবি ছড়িয়ে জনমনে অযথা ভীতি ও আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।
এতে বিভ্রান্ত না হওয়ার জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছে ডিএমপি।
সহিংসতা ও আইনশৃঙ্খলা বিনষ্টকারী যে কোনো কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ তৎপর রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।