জাতীয় সমাবেশে যোগদানকালে ৩ জনের মৃত্যুতে জামায়াতের আমিরের শোক

বাসস
প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ২০:২১
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

ঢাকা, ২০ জুলাই, ২০২৫ (বাসস): বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগদান করতে ঢাকায় আসার পথে সড়ক দুর্ঘটনায় দুজন এবং সমাবেশস্থলে হৃদরোগে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। 

আজ রোববার এক বিবৃতিতে শোক প্রকাশ করে তিনি বলেন, ‘এই তিনজন ভাই যে ত্যাগ ও দৃঢ় সংকল্প নিয়ে সমাবেশে অংশ নিতে রওনা হয়েছিলেন, তা আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। আমি তাদের ইন্তিকালে গভীর শোক প্রকাশ এবং তাদের রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে জান্নাতুল ফিরদাউসে উচ্চ মাকাম দান করেন।’ 

বিবৃতিতে তিনি আরো বলেন, ‘আহতদের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আল্লাহ তাআলার নিকট দোয়া করছি তিনি যেন তাদেরকে দ্রুত সুস্থতা দান করেন। 

তিনি বলেন, সেই সাথে যারা মারা গেছেন তাদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপনা করছি। মহান রব তাদের পরিবার ও স্বজনদের ধৈর্যধারণ করার তাওফিক দান করুন।’ 

উল্লেখ্য, শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে অংশগ্রহণের উদ্দেশ্যে ঢাকায় আসার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় খুলনার দাকোপ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু সাঈদ এবং পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মোস্তাফিজুর রহমান ইন্তিকাল করেন। এছাড়া দুর্ঘটনায় বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন। 

অপরদিকে, সমাবেশস্থলে উপস্থিত থাকাবস্থায় রংপুর জেলার শাহ আলম হৃদরোগে আক্রান্ত হওয়ায় তাঁকে ঢাকার কাকরাইলে সেন্ট্রাল ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাশিয়া যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করলে 'পরিস্থিতি জটিল' হবে: জেলেনস্কি
নারায়ণগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের শুভ জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা
গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪০
ভারতে এক বৃদ্ধা নারীর প্রতিবাদী পদযাত্রার ছবি বাংলাদেশের বলে অপপ্রচার শনাক্ত : ফ্যাক্টওয়াচ
৬০ কেজি গাঁজা ও ২ প্রাইভেট কারসহ দুই দম্পতি গ্রেফতার
কটিয়াদী উপজেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন
ভুয়া ছবি-ভিডিও ব্যবহার করে আওয়ামী লীগের অপপ্রচার শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ
গোপালগঞ্জের মহেশপুর ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
১০