জামালপুরে আল-আকাবা সমবায় সমিতির ৪০০ কোটি টাকার সম্পদ ক্রোক করেছে সিআইডি

বাসস
প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ২০:৩৮

ঢাকা, ২০ জুলাই, ২০২৫ (বাসস) : প্রতারণামূলকভাবে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাতের ঘটনায় আলোচিত জামালপুরের মাদারগঞ্জ আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির প্রায় ৪০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 

সমবায় সমিতির পরিচালকদের নামে ও প্রতিষ্ঠানের মালিকানায় থাকা এসব সম্পত্তির পরিমাণ প্রায় ৩ হাজার ১১৩ শতাংশ বলে জানিয়েছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।

সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, নামের মধ্যে ‘সমবায়’ থাকলেও মূলত ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করত এই প্রতিষ্ঠান। প্রতি লাখে মাসে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকা মুনাফার লোভ দেখিয়ে ১৩-১৪ হাজারেরও বেশি গ্রাহকের কাছ থেকে বিপুল অঙ্কের আমানত সংগ্রহ করে তারা। শুরুর দিকে সীমিত পরিসরে মুনাফা প্রদান করলেও পরবর্তীতে তা বন্ধ করে সমবায়ের মালিক ও কর্মকর্তারা আত্মগোপনে চলে যান।

ক্রোককৃত সম্পত্তির মধ্যে রয়েছে সদর থানার গহেরপাড়া মৌজায় ১৫ একর জমির উপর নির্মিত ‘আলফা অস্ট্রোবিকস’, গাজীপুর জেলার দক্ষিণ সালনা এলাকায় ৩৫০ শতাংশ জমির উপর স্থাপিত ‘আলফা ড্রেসওয়্যার’, ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় ‘আলফা ডেভলপার’ ও ‘আলফা ড্রেসওয়্যার’ এর নামে ৯টি প্লট। 

এছাড়াও ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর এবং জামালপুর জেলার বিভিন্ন জায়গায় আরও বহু স্থাবর সম্পত্তি।

সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ জানিয়েছেন, তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. ছায়েদুর রহমানের আবেদনের প্রেক্ষিতে জামালপুরের বিজ্ঞ সিনিয়র স্পেশাল দায়রা জজ আদালত গত ৯ জুলাই  এসব সম্পত্তি ক্রোকের আদেশ দেন।

এছাড়া, অভিযুক্ত ব্যক্তিদের বিদেশ গমনে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে।

মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়েরের জন্য সিআইডির তদন্ত কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএমইউতে ড্যাব নির্বাচন নিয়ে জাতীয়তাবাদী চিকিৎসকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
ড. ইমরান আনসারীর সঙ্গে কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র মতবিনিময়
বিএসডব্লিউ ব্যবহারে এনবিআর ও বিএইআরএ- এর মধ্যে এমওইউ সাক্ষর
দশ হাজার কেজি নারকেল নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে সর্বনিম্ন রান পাকিস্তানের
জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরু বাংলাদেশের
প্রথম বিভাগ দাবা লিগে সপ্তম রাউন্ড শেষে ইসফট এরিনা শীর্ষে
ব্যবসায়ী সোহাগ হত্যা মামলায় আসামি মহিনের দায় স্বীকার
চতুর্থ টেস্টের আগে ভারতীয় দলে দু:শ্চিন্তা
জুলাই গণঅভ্যুত্থানে প্রায় অর্ধেক অবদানই জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 
১০