জামালপুরে আল-আকাবা সমবায় সমিতির ৪০০ কোটি টাকার সম্পদ ক্রোক করেছে সিআইডি

বাসস
প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ২০:৩৮

ঢাকা, ২০ জুলাই, ২০২৫ (বাসস) : প্রতারণামূলকভাবে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাতের ঘটনায় আলোচিত জামালপুরের মাদারগঞ্জ আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির প্রায় ৪০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 

সমবায় সমিতির পরিচালকদের নামে ও প্রতিষ্ঠানের মালিকানায় থাকা এসব সম্পত্তির পরিমাণ প্রায় ৩ হাজার ১১৩ শতাংশ বলে জানিয়েছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।

সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, নামের মধ্যে ‘সমবায়’ থাকলেও মূলত ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করত এই প্রতিষ্ঠান। প্রতি লাখে মাসে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকা মুনাফার লোভ দেখিয়ে ১৩-১৪ হাজারেরও বেশি গ্রাহকের কাছ থেকে বিপুল অঙ্কের আমানত সংগ্রহ করে তারা। শুরুর দিকে সীমিত পরিসরে মুনাফা প্রদান করলেও পরবর্তীতে তা বন্ধ করে সমবায়ের মালিক ও কর্মকর্তারা আত্মগোপনে চলে যান।

ক্রোককৃত সম্পত্তির মধ্যে রয়েছে সদর থানার গহেরপাড়া মৌজায় ১৫ একর জমির উপর নির্মিত ‘আলফা অস্ট্রোবিকস’, গাজীপুর জেলার দক্ষিণ সালনা এলাকায় ৩৫০ শতাংশ জমির উপর স্থাপিত ‘আলফা ড্রেসওয়্যার’, ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় ‘আলফা ডেভলপার’ ও ‘আলফা ড্রেসওয়্যার’ এর নামে ৯টি প্লট। 

এছাড়াও ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর এবং জামালপুর জেলার বিভিন্ন জায়গায় আরও বহু স্থাবর সম্পত্তি।

সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ জানিয়েছেন, তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. ছায়েদুর রহমানের আবেদনের প্রেক্ষিতে জামালপুরের বিজ্ঞ সিনিয়র স্পেশাল দায়রা জজ আদালত গত ৯ জুলাই  এসব সম্পত্তি ক্রোকের আদেশ দেন।

এছাড়া, অভিযুক্ত ব্যক্তিদের বিদেশ গমনে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে।

মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়েরের জন্য সিআইডির তদন্ত কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাশিয়া যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করলে 'পরিস্থিতি জটিল' হবে: জেলেনস্কি
নারায়ণগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের শুভ জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা
গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪০
ভারতে এক বৃদ্ধা নারীর প্রতিবাদী পদযাত্রার ছবি বাংলাদেশের বলে অপপ্রচার শনাক্ত : ফ্যাক্টওয়াচ
৬০ কেজি গাঁজা ও ২ প্রাইভেট কারসহ দুই দম্পতি গ্রেফতার
কটিয়াদী উপজেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন
ভুয়া ছবি-ভিডিও ব্যবহার করে আওয়ামী লীগের অপপ্রচার শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ
গোপালগঞ্জের মহেশপুর ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
১০