দেশে স্থিতিশীল পরিস্থিতির জন্য সকল মহলের সহযোগিতা প্রয়োজন : সংলাপে বক্তারা

বাসস
প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ২০:৫০
ছবি : বাসস

ঢাকা, ২০ জুলাই, ২০২৫ (বাসস) : রাজধানীর একটি হোটেলে ‘২৪ পরবর্তী রাজনৈতিক সংকট ও নির্বাচনপূর্ব সহিংসতা মোকাবিলায় আমাদের করণীয়’ শীর্ষক এক সংলাপে বক্তারা বলেছেন, বাংলাদেশ চব্বিশের আন্দোলনে স্বৈরাচারমুক্ত হয়েছে, কিন্তু জাতি আজ ক্রান্তিকাল অতিক্রম করছে। পরিকল্পিত অরাজকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চলছে।  এ পরিস্থিতি থেকে উত্তরণে সকল মহলের সহযোগিতা প্রয়োজন।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন ‘স্কুল অব লিডারশিপ’ (এসওএলই ইউএসএ) বাংলাদেশ চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত এ সংলাপে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, শিক্ষক, গবেষক, আইনজীবী, চিকিৎসক, উন্নয়ন কর্মকর্তা ও সাংবাদিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

এসওএলই ইউএসএ এক্সিকিউটিভ মেম্বার ও ইয়ুথ ফোরামের প্রেসিডেন্ট অ্যাডভোকেট আমিনুল ইসলাম মুনিরের সঞ্চালনায় এসওএলই পলিসি এন্ড রিসার্চ কাউন্সিলের (এসপিএআরকে) প্রেসিডেন্ট ব্যারিস্টার মঈন ফিরোজীর সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।

যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে জাতীয় সংলাপ উদ্বোধন করেন এসওএলই ইউএসএ-এর ফাউন্ডার প্রেসিডেন্ট ড. গোলাম রাব্বানি নয়ন বাঙালি।

সংলাপে কী নোট স্পিকার হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন বিএনপির সহ-সাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির যুগ্ম মহাসচিব ইমরান সালেহ প্রিন্স, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভুঁইয়া,  বাংলাদেশ জাতীয় দল (বিজেডি) চেয়ারম্যান সৈয়দ এহসান হুদা।

এ সময় আরও উপস্থিত ছিলেন এসওএলই ইউএসএ বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট প্রফেসর ড. এম এম শরীফুল করীম, এক্সিকিউটিভ ডিরেক্টর ড. জামিল আহমেদ এবং কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মুহাম্মদ ফয়েজ কাউছার।

উল্লেখ্য, ব্যারিস্টার িমঈন ফিরোজীকে প্রেসিডেন্ট করে স্কুল অব লিডারশিপের রিসার্চ উইং এসপিএআরকে এর যাত্রা শুরু হয়। একঝাঁক গবেষক, আইনজীবী, শিক্ষাবিদ, চিকিৎসক, বিজ্ঞানী, রাজনীতি সচেতন বুদ্ধিজীবীর সমন্বয়ে এই রিসার্চ উইং দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণালদ্ধ ফলাফল প্রকাশ ও পরামর্শ প্রদান করবে।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাশিয়া যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করলে 'পরিস্থিতি জটিল' হবে: জেলেনস্কি
নারায়ণগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের শুভ জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা
গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪০
ভারতে এক বৃদ্ধা নারীর প্রতিবাদী পদযাত্রার ছবি বাংলাদেশের বলে অপপ্রচার শনাক্ত : ফ্যাক্টওয়াচ
৬০ কেজি গাঁজা ও ২ প্রাইভেট কারসহ দুই দম্পতি গ্রেফতার
কটিয়াদী উপজেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন
ভুয়া ছবি-ভিডিও ব্যবহার করে আওয়ামী লীগের অপপ্রচার শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ
গোপালগঞ্জের মহেশপুর ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
১০