জাতীয় সমাবেশ সফল করায় জামায়াতের কৃতজ্ঞতা প্রকাশ

বাসস
প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ২১:১৫
সমাবেশ সফল করায় কৃতজ্ঞতা প্রকাশ। ছবি : বাসস

ঢাকা, ২০ জুলাই, ২০২৫ (বাসস) : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গতকাল শনিবার অনুষ্ঠিত জাতীয় সমাবেশ সার্বিকভাবে সফল করায় দেশবাসী ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা  প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আজ এক বিবৃতিতে দেশবাসী ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

বিবৃতিতে তিনি বলেন, ‘শনিবার অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ সার্বিকভাবে অত্যন্ত সফল হয়েছে। সমাবেশে যোগদানকারী জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক, বুদ্ধিজীবী, আইনজীবী, পেশাজীবী, ছাত্র, কৃষক, শ্রমিক, শিক্ষক, ওলামায়ে কেরাম, অমুসলিম সম্প্রদায়ের প্রতিনিধি, জুলাই শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আহত জুলাই যোদ্ধাবৃন্দ, দেশের সর্বস্তরের জনতা, ডিএমপি ট্রাফিক বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিদ্যুৎ বিভাগ, ঢাকা ওয়াসা, গণপূর্ত বিভাগসহ সংশ্লিষ্ট সকলকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আমরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলের আন্তরিক সাহায্য সহযোগিতার কারণেই আমাদের পক্ষে এত বড় সমাবেশ সার্বিকভাবে সফল করা সম্ভব হয়েছে।  দেশের জনগণ জামায়াতে ইসলামীর প্রতি তাদের সহানুভূতি ও ভালোবাসা অব্যাহত রাখবে বলে আমরা আশা করি। আমরাও দেশ ও জাতির সেবা এবং কল্যাণে আমাদের সর্বশক্তি দিয়ে যথাযথ ভূমিকা পালন করে যাব ইনশাআল্লাহ।’ 

বিবৃতিতে তিনি আরো বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ অসুস্থ হয়ে পড়া জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে দেখতে ধানমন্ডিস্থ ইবনে সিনা হাসপাতালে যান। এসময় তারা জামায়াত আমিরের স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজ-খবর নেন এবং তার আশু আরোগ্য কামনা করেন। এছাড়া দেশি বিদেশি অনেক শুভাকাঙ্ক্ষী ডা. শফিকুর রহমানের সুস্থতার জন্য দোয়া করেছেন। জামায়াত আমির তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাশিয়া যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করলে 'পরিস্থিতি জটিল' হবে: জেলেনস্কি
নারায়ণগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের শুভ জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা
গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪০
ভারতে এক বৃদ্ধা নারীর প্রতিবাদী পদযাত্রার ছবি বাংলাদেশের বলে অপপ্রচার শনাক্ত : ফ্যাক্টওয়াচ
৬০ কেজি গাঁজা ও ২ প্রাইভেট কারসহ দুই দম্পতি গ্রেফতার
কটিয়াদী উপজেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন
ভুয়া ছবি-ভিডিও ব্যবহার করে আওয়ামী লীগের অপপ্রচার শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ
গোপালগঞ্জের মহেশপুর ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
১০