ব্যবসায়ী সোহাগ হত্যা মামলায় আসামি মহিনের দায় স্বীকার

বাসস
প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ২১:২৫
নিহত ব্যবসায়ী মো. সোহাগ। ছবি : সংগৃহীত

ঢাকা, ২০ জুলাই, ২০২৫ (বাসস) : রাজধানীর পুরান ঢাকায় ব্যবসায়ী মো. সোহাগ হত্যার ঘটনায় করা মামলায় গ্রেফতার মাহমুদুল হাসান মহিন দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ নিয়ে পাঁচ আসামি এ মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

আজ রোববার দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ড শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এসময় তিনি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান তার জবানবন্দি রেকর্ড করেন।

গত ১০ জুলাই মাহমুদুল হাসান মহিনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ১৫ জুলাই মাহমুদুল হাসান মহিনের দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে পাকা রাস্তার ওপর একদল লোক ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে এলোপাতাড়িভাবে আঘাত করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। ওই ঘটনায় পরের দিন ১০ জুলাই নিহতের বড় বোন মঞ্জুয়ারা বেগম বাদী হয়ে ১৯ জনের বিরুদ্ধে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরো ১৫/২০ জনকে আসামি করা হয়।

নিহত মো. সোহাগ কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব নামাবাড়ি গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মিটফোর্ড এলাকার ৪ নম্বর রজনী ঘোষ লেনে ভাঙারির ব্যবসা করতেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পাকিস্তানের বিপক্ষে জয়ে ক্রীড়া উপদেষ্টার অভিনন্দন
তিস্তার পানি বিপদসীমার কাছাকাছি : উত্তরের নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা
বাধা দিয়ে তারুণ্যের শক্তিকে থামানো যাবে না : নাহিদ ইসলাম
শ্বেতপত্রে প্রস্তাবিত শিক্ষা বিষয়ক প্রস্তাবনাগুলো যথাসম্ভব এগিয়ে নেয়া হবে : শিক্ষা উপদেষ্টা
সিলেটে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন উপলক্ষে কর্মসূচি
কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানী পণ্য জব্দ
আওয়ামী লীগ জনগণকে স্বাধীনতার স্বপক্ষ ও বিপক্ষ শিবিরে বিভক্ত করেছে : সালাহউদ্দিন
পায়রা বন্দরের মাস্টারপ্ল্যান বাস্তবায়িত হলে এই অঞ্চল হবে অর্থনীতির চালিকাশক্তি : নৌপরিবহন উপদেষ্টা
ফিটনেসবিহীন গণপরিবহন সরিয়ে নিতে বিশেষ ঋণ দেবে সরকার: সড়ক উপদেষ্টা
প্রাইমারি স্কুলের শিক্ষকদের অফলাইনে বদলি ও সংযুক্তি সাময়িকভাবে বন্ধ
১০