সব ধর্মের মানুষের সম্মানের সঙ্গে বসবাস নিশ্চিত করা রাজনীতিবিদদের দায়িত্ব : গয়েশ্বর

বাসস
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১১:৪৫
ছবি: সংগৃহীত

ঢাকা, ২১ জুলাই, ২০২৫(বাসস): বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সব ধর্মের মানুষ যাতে সম্মানের সঙ্গে বসবাস করতে পারে, সে পরিবেশ নিশ্চিত করাই রাজনীতিবিদদের দায়িত্ব।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়নের নাজিরপুর মাঠে ঢাকা জেলা কৃষক দল আয়োজিত জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় গতকাল গয়েশ্বর চন্দ্র রায় এ কথা বলেন।

বিএনপির সিনিয়র এ নেতা বলেন, রাজনীতির নামে ধর্মকে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। 

এটা নৈতিক ও রাজনৈতিকভাবে অপরাধ। ধর্ম মানুষের আত্মিক সম্পদ, তা দিয়ে ভোটের ব্যবসা চলতে পারে না। তিনি বলেন, মানুষ এখন অনেক সচেতন, তারা আর সহজে ধোঁকায় পড়ে না। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। এখানে সব ধর্মের মানুষ যাতে নিরাপদ ও মর্যাদার সঙ্গে বসবাস করতে পারে সেটাই হওয়া উচিত আমাদের রাজনৈতিক দায়িত্ব।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, স্বাধীনতাযুদ্ধে বিরোধিতা করা হয়েছে, সেই ভুল আজও স্বীকার করা হয়নি। আমরা রাজনৈতিকভাবে ক্ষমা করেছি, কিন্তু জাতি এখনো ভুলে যায়নি। আজ যারা ধর্মের নাম করে রাজনীতিতে আসছেন, তারা একসময় স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। ৭১'এর যে কাজ অসমাপ্ত ছিল, তা যদি আবার শুরুর চেষ্টা হয়, তবে দেশের মানুষ তা মেনে নেবে না।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সব ধর্মের মানুষ যাতে সম্মানের সঙ্গে বসবাস করতে পারে, সে পরিবেশ নিশ্চিত করাই রাজনীতিবিদদের দায়িত্ব। জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে পারে না। তাঁদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে।

ঢাকা জেলা কৃষক দলের আহ্বায়ক জুয়েল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী, ঢাকা জেলা কৃষক দলের সদস্যসচিব আবু হানিফ, তেঘরিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম প্রমুখ।

বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিমান দুর্ঘটনায় বেবিচক চেয়ারম্যানের গভীর শোক প্রকাশ 
চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে আহত এক যুবকের মৃত্যু
বিমান বিধ্বস্তে নিহতদের মৃতদেহ শনাক্তের পরপরই পরিবারের কাছে হস্তান্তর করা হবে
সুনামগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের চ্যালেঞ্জ বাংলাদেশের
লক্ষ্মীপুরে ইলিশের আকাল, দামও চড়া
ভোলায় কোস্টগার্ডের মাদকবিরোধী কর্মশালা
রিয়ালের সাথে দুই বছরের চুক্তি নবায়ন করলেন কুর্তোয়া
শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ 
উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত : পাইলটসহ নিহত ১৯
১০