দুদক-এর মামলায় সালমান এফ রহমান গ্রেফতার

বাসস
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১৫:৩৫
সালমান এফ রহমান। ফাইল ছবি

ঢাকা, ২১ জুলাই, ২০২৫ (বাসস) : আইএফআইসি ব্যাংক থেকে ঋণ নিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর করা মামলায় সালমান এফ রহমানকে গ্রেফতার দেখানো হয়েছে।

আজ তাকে কারাগার থেকে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালতে হাজির করে পুলিশ। 

এরপর তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলাটির তদন্তকারী সংস্থা দুদক। 

আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। 

গ্রেফতার দেখানো শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

সালমান এফ রহমানের বিরুদ্ধে ভুয়া প্রতিষ্ঠান খুলে আইএফআইসি ব্যাংক থেকে ১১০০ কোটি টাকার বেশি আত্মসাতের প্রমাণ পায় দুদক। 

এ ঘটনায় গত ৩ জুন সালমান এফ রহমান, তার ছেলে শায়েন এফ রহমান ও সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানসহ ৩৯ জনের বিরুদ্ধে দুটি মামলা করে দুদক। এর মধ্যে একটি মামলায় সালমান এফ রহমানকে গ্রেফতার দেখানো হয়।

গত বছরের ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমানকে গ্রেফতার করা হয়। 

এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীতে করা একাধিক মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়। একাধিক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শিক্ষার্থী নিহতের ঘটনায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের শোক
বিমান বিধ্বস্তের ঘটনায় ঢাবি উপাচার্যের শোক
আন্তঃবিশ্ববিদ্যালয় পোস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাবি
ফিরে দেখা জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ / শাটডাউন কর্মসূচি, সিলেটে ৭ সাংবাদিক সংগঠনের বিক্ষোভ 
বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় সব রকম ব্যবস্থা করা হবে: ড. আসিফ নজরুল
উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত : নিহত বেড়ে ২০, আহত ১৭১ 
রক্তদাতাদের বিভিন্ন হাসপাতালে পাঠাতে বিমান বাহিনীর সমন্বয় সেল
উত্তরায় প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার শোক
সুনামগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ 
বিমান বিধ্বস্তে আহতদের চিকিৎসায় হাসপাতালে অযথা ভিড় না করতে আইন উপদেষ্টার অনুরোধ
১০