ঢাকা, ২১ জুলাই, ২০২৫ (বাসস) : আইএফআইসি ব্যাংক থেকে ঋণ নিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর করা মামলায় সালমান এফ রহমানকে গ্রেফতার দেখানো হয়েছে।
আজ তাকে কারাগার থেকে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালতে হাজির করে পুলিশ।
এরপর তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলাটির তদন্তকারী সংস্থা দুদক।
আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
গ্রেফতার দেখানো শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
সালমান এফ রহমানের বিরুদ্ধে ভুয়া প্রতিষ্ঠান খুলে আইএফআইসি ব্যাংক থেকে ১১০০ কোটি টাকার বেশি আত্মসাতের প্রমাণ পায় দুদক।
এ ঘটনায় গত ৩ জুন সালমান এফ রহমান, তার ছেলে শায়েন এফ রহমান ও সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানসহ ৩৯ জনের বিরুদ্ধে দুটি মামলা করে দুদক। এর মধ্যে একটি মামলায় সালমান এফ রহমানকে গ্রেফতার দেখানো হয়।
গত বছরের ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমানকে গ্রেফতার করা হয়।
এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীতে করা একাধিক মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়। একাধিক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।