আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর ও তার স্ত্রী সাদিয়ার কারাদণ্ড

বাসস
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১৭:৪৪

ঢাকা, ২১ জুলাই, ২০২৫ (বাসস) : প্রতারণার অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদার ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সাদিয়া চৌধুরীর চার বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

কারাদণ্ডের পাশাপাশি তাদের ৭ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেয় আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরো তিন মাস কারাভোগ করতে হবে।

আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় তারা পলাতক থাকায় সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।

আদালতের পেশকার মঈনুল হক বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, অনলাইন ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান আলেশা মার্টের অফার মুল্যে ২০২১ সালের ১৫ আগস্ট মামলার বাদী আলা উদ্দিন হোসেন বাজান কোম্পানির তিনটি মোটরসাইকেল অর্ডার করেন। তিনটি মোটরসাইকেল অফার মূল্য মোট ৩ লাখ ২৪ হাজার টাকা আসামিদের প্রতিষ্ঠান বরাবর ব্যাংক ডিপোজিট করেন। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে মোটরসাইকেল প্রদান করতে ব্যর্থ হয় আসামিরা। এরপর মামলার বাদী আসামিদের কাছে টাকা চাইলে একটি চেক প্রদান করেন।

২০২২ সালের ২১ এপ্রিল চেকের টাকা নগদায়নের জন্য ব্যাংকে জমা দিলে অপর্যাপ্ত তহবিলের কারণে নগদায়ন হয়নি। পরবর্তী চেক ডিজঅনারের মামলা করতে গেলে নিদিষ্ট সময় পার হওয়ায় মামলা গ্রহণ করেনি আদালত। ২০২২ সালের ২৭ এপ্রিল আসামিদের কাছে টাকা চাইলে তারা বাদীকে হুমকি প্রদান করেন। এ ঘটনায় ২০২২ সালের ৪ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শুভ্রা চক্রবর্তীর আদালতে দণ্ডবিধি ৪২০ ও ৫০৬ ধারায় একটি নালিশি মামলা দায়ের করেন আলা উদ্দিন হোসেন। মামলায় আসামি করা হয় ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদার ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সাদিয়া চৌধুরীকে। ২০২৪ সালের ১৫ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা। মামলার শুরু থেকে আসামিরা পলাতক রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নারায়ণগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের শুভ জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা
গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪০
ভারতে এক বৃদ্ধা নারীর প্রতিবাদী পদযাত্রার ছবি বাংলাদেশের বলে অপপ্রচার শনাক্ত : ফ্যাক্টওয়াচ
৬০ কেজি গাঁজা ও ২ প্রাইভেট কারসহ দুই দম্পতি গ্রেফতার
কটিয়াদী উপজেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন
ভুয়া ছবি-ভিডিও ব্যবহার করে আওয়ামী লীগের অপপ্রচার শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ
গোপালগঞ্জের মহেশপুর ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
১০