ঢাকা, ২১ জুলাই, ২০২৫ (বাসস) : রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড করেজে বিমান বিধ্বস্ত হয়ে বহু শিক্ষার্থী হতাহত হওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। ইউট্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
সোমবার এক শোকবার্তায় ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান বলেন, “উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুলের বহু শিক্ষার্থী নিহত এবং শতাধিক আহত হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত ও বেদনাহত। এই মর্মান্তিক ও হৃদয়বিদারক দুর্ঘটনায় শোক প্রকাশের ভাষা আমাদের জানা নেই।”
তাঁরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিহতদের শহীদের মর্যাদা ও জান্নাতুল ফিরদৌস কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা ও তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
ইউট্যাব নেতৃবৃন্দ বিমান দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর যাবতীয় দায়িত্ব নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।