উত্তরার বিমান দুর্ঘটনায় শোকবার্তা ঢাবি’র সাদা দলের

বাসস
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১০:৪৪

ঢাকা, ২২ জুলাই, ২০২৫ (বাসস) : রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু প্রাণহানি ও আহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দল।

সোমবার মধ্যরাতে ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. আবুল কালাম সরকার এক যৌথ শোকবার্তায় এ কথা জানান।

এতে তারা বলেন, রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুলের অনেক শিক্ষার্থী নিহত এবং দেড় শতাধিক আহত হয়েছেন। এই ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত ও বেদনাভারাক্রান্ত। সারা জাতি আজ শোক ও স্তব্ধতার আবহে নিমজ্জিত। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোক জানানোর ভাষা আমরা হারিয়ে ফেলেছি। নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ নিহতদের শাহাদাতের মর্যাদা এবং জান্নাতুল ফিরদৌস নসিব করুন। সেই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারগুলোকে ধৈর্য ধারণের শক্তি দান করুন।

ঢাবি সাদা দলের নেতারা আরো বলেন, বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের রুহের মাগফিরাত কামনা করছি এবং গুরুতর দগ্ধ ও মুমূর্ষু অবস্থায় যারা হাসপাতালে চিকিৎসাধীন, তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। একই সঙ্গে এই মর্মান্তিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানসহ সকল কর্মসূচি স্থগিত
সিলেটে এনসিপি’র জুলাই পদযাত্রা ২৫ জুলাই
বিমান দুর্ঘটনায় ফেনীতে বিএনপি ও জামায়াতের শোক ও মোনাজাত
বিমান দুর্ঘটনায় নিহত হুমায়রা ও তানভীরের দাফন সম্পন্ন 
ডিএসসিসিতে রিকশাচালকদের জন্য ই-রিকশা প্রশিক্ষণের উদ্বোধন 
চট্টগ্রামে সন্ত্রাসী আস্তানায় অভিযান: বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার ,গ্রেফতার ১১ 
পটুয়াখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে টেউটিন ও অর্থ বিতরণ
উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত : নিহত ৩১, আহত ১৬৫
মাইলস্টোন স্কুলে হতাহত শিক্ষার্থীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত বিএনপি’র
জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমাদের দীর্ঘদিনের আন্দোলনের সফলতা এসেছে : আমান
১০