আহতদের চিকিৎসায় কুমিল্লা থেকে শতাধিক ব্যাগ রক্ত ঢাকায়

বাসস
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১১:০৩
সোমবার কুমিল্লার সিটি ব্লাড ব্যাংকে আহত শিক্ষার্থীদের জন্য রক্ত দিতে জেলার সর্বস্তরের মানুষ ব্লাড ব্যাংকে এসে রক্তদান করেন। ছবি: বাসস

ঢাকা, ২২ জুলাই, ২০২৫ (বাসস) : উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় শতাধিক ব্যাগ রক্ত কুমিল্লা থেকে ঢাকায় পাঠানো হয়েছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাজী আমিনুর রশিদ ইয়াছিন ও সাংবাদিক আবুল কাশেম হৃদয়ের উদ্যোগে এগুলো পাঠানো হয়।

সোমবার বিকেলে কুমিল্লার সিটি ব্লাড ব্যাংকে রক্ত সংগ্রহ কার্যক্রম শুরু হয়। এ সময় আহত শিক্ষার্থীদের জন্য রক্ত দিতে জেলার সর্বস্তরের মানুষ ব্লাড ব্যাংকে ভিড় করেন। রাত নয়টার দিকে রেড ক্রিসেন্টের রক্তবাহী অ্যাম্বুলেন্সে সেসব রক্ত ঢাকায় পাঠানো হয়।

বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর আহতদের চিকিৎসায় এ রক্তের ব্যবস্থা করা হয়েছে। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়।

উল্লেখ্য, সোমবার দুপুরে রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্ঘটনায় বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামসহ ২৭ জন নিহত হয়েছেন এবং প্রায় দুশ’ জন আহত হন।

আহতদের চিকিৎসা সম্পর্কে আইএসপিআর জানায়, কুয়েত মৈত্রী হাসপাতালে ৮ জন; জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৭০ জন; ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন; সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ১৭ জন; কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১ জন; উত্তরার লুবানা জেনারেল হাসপাতাল ও কার্ডিয়াক সেন্টারে ১১ জন; উত্তরা আধুনিক হাসপাতালে ৬০ জন এবং উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ১ জন ভর্তি রয়েছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানসহ সকল কর্মসূচি স্থগিত
সিলেটে এনসিপি’র জুলাই পদযাত্রা ২৫ জুলাই
বিমান দুর্ঘটনায় ফেনীতে বিএনপি ও জামায়াতের শোক ও মোনাজাত
বিমান দুর্ঘটনায় নিহত হুমায়রা ও তানভীরের দাফন সম্পন্ন 
ডিএসসিসিতে রিকশাচালকদের জন্য ই-রিকশা প্রশিক্ষণের উদ্বোধন 
চট্টগ্রামে সন্ত্রাসী আস্তানায় অভিযান: বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার ,গ্রেফতার ১১ 
পটুয়াখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে টেউটিন ও অর্থ বিতরণ
উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত : নিহত ৩১, আহত ১৬৫
মাইলস্টোন স্কুলে হতাহত শিক্ষার্থীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত বিএনপি’র
জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমাদের দীর্ঘদিনের আন্দোলনের সফলতা এসেছে : আমান
১০