রাজধানীতে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

বাসস
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১৪:২২
রাজধানীর তেজগাঁওয়ে সোমবার রাতে অভিযান চালিয়ে আট হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-গুলশান। ছবি:ডিএমপি

ঢাকা, ২২ জুলাই, ২০২৫ (বাসস) : রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সোমবার রাতে অভিযান চালিয়ে আট হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)-গুলশান।

গ্রেফতাররা হলেন, মো. আবু জাহের (৫৬) ও মনোয়ারা বেগম (৫২)।

মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি।

ডিবি’র গুলশান সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর  পাওয়া যায়, কক্সবাজার থেকে ইয়াবার একটি বড় চালান ঢাকায় এসেছে এবং বিক্রয়ের উদ্দেশ্যে কিছু ব্যক্তি তেজগাঁওয়ের কুনিপাড়া এলাকায় অবস্থান করছেন। তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে আট হাজার পিস ইয়াবাসহ আবু জাহের ও মনোয়ারা বেগমকে হাতেনাতে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ২৪ লাখ টাকা।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে গোয়েন্দা পুলিশ  আরো জানায়, গ্রেফতার দুজন দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে কৌশলে ইয়াবা ট্যাবলেট ঢাকায় এনে বিক্রি করছে।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পাকিস্তানের লজ্জার রেকর্ড
বাংলাদেশের জয়ে ক্রীড়া উপদেষ্টার অভিনন্দন
প্রথমবারের মত পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৩ ও ২৪ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত
বিমান দুর্ঘটনায় নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে বিপিএসএ
মর্মান্তিক বিমান দুর্ঘটনায় কুয়েতের শোক প্রকাশ
বিমান দুর্ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত : নাহিদ ইসলাম
চার রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক 
বিমসটেক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি উন্নয়ন-কেন্দ্রিক : মহাসচিব 
বুধবার চাঁদপুর থেকে আবারো এনসিপির পদযাত্রা
১০