মিশিগানে বিমান বিধ্বস্তের দৃশ্যকে উত্তরার বলে প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট

বাসস
প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ১০:৩৯ আপডেট: : ২৫ জুলাই ২০২৫, ১১:৩৬
কোলাজ : বাসস

ঢাকা, ২৫ জুলাই, ২০২৫ (বাসস): ২০২৩ সালের আগস্টে যুক্তরাষ্ট্রের মিশিগানে জেট বিমান বিধ্বস্তের দৃশ্যকে উত্তরার বিমান দুর্ঘটনার দৃশ্য বলে প্রচার বলে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, মাইলস্টোনে বিমান দুর্ঘটনার দৃশ্য দাবিতে যুক্তরাষ্ট্রের পুরোনো ভিডিও প্রচার করা হচ্ছে। 

আরো জানায়, ২০২৩ সালে দেশটির মিশিগানে জেট বিমান বিধ্বস্তের ভিডিওকে গত ২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার দৃশ্য দাবিতে ছড়ানো হচ্ছে; যা মিথ্যা।

বাংলাফ্যাক্ট জানায়, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনে গত সোমবার (২১ জুলাই) বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। সেই দুর্ঘটনার দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনার নয়। প্রকৃতপক্ষে, এটি ২০২৩ সালের আগস্টে যুক্তরাষ্ট্রের মিশিগানে জেট বিমান বিধ্বস্তের দৃশ্য।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির কিছু কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিষ্ঠান সিএনএনের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে ভিডিওটি পাওয়া যায় বলেও জানায় বাংলাফ্যাক্ট। ২০২৩ সালের ১৩ আগস্টে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, সেদিন যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যে এয়ার শো চলাকালীন একটি জেট বিমান বিধ্বস্ত হয়। বিমানে থাকা দু’জন পাইলটের কেউই তেমন আঘাত পাননি এবং তারা নিরাপদে বেরিয়ে আসেন।

বাংলাদেশে চলমান গুজব ও ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাইলস্টোনের শিক্ষার্থীদের শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে বিমান বাহিনী প্রধানের সাক্ষাৎ
সাভারে চুরি হওয়া ১৬ বান্ডেল পশুর চামড়া উদ্ধার, গ্রেফতার ২
ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে নিহত লিটনের মরদেহ ২২ ঘণ্টা পর হস্তান্তর
শিল্পকলায় মঞ্চস্থ হলো নাটক ‘মুখোমুখি’
মাইলস্টোন কলেজ দুর্ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ অপরাজনীতি শুরু করেছে : এ্যানি
দাদার কবরের পাশে শায়িত হলেন মাইলস্টোন শিক্ষার্থী আয়মান
রাজধানীতে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের তিন সদস্য গ্রেফতার
অভ্যুত্থানের অঙ্গীকার ভুলে গেলে আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে হবে : এবি পার্টি
ভারতীয় সীমান্তে দুই বাংলাদেশি হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্ত দাবি জামায়াতের
মাইলস্টোনের শিক্ষার্থী রাইসার দাফন সম্পন্ন, শোকে স্তব্ধ গ্রামবাসী
১০