নওগাঁয় রবিশস্য চাষাবাদে প্রণোদনা পাচ্ছেন ৭০ হাজার প্রান্তিক কৃষক

বাসস
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ১৫:৫৪
ছবি : বাসস

নওগাঁ, ২৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : ধান-চাল আর আম উৎপাদনে প্রসিদ্ধ উত্তরের জেলা নওগাঁয় রবি শস্যের চাষাবাদও হয় রেকর্ড পরিমাণ। চলতি মৌসুমে রবি ফসলের আবাদ ও উৎপাদন বাড়াতে জেলার প্রায় ৭০ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পাচ্ছেন বিনামূল্যে সার-বীজ সহায়তা। 

কৃষি মন্ত্রণালয়ের নিয়মিত বাজেট কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে চাষিদের এ প্রণোদনা দেয়া হচ্ছে। এতে রেকর্ড পরিমাণ জমিতে রবি ফসলের আবাদ ও উৎপাদন ব্যাপক বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) কর্মকর্তাদের।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, ২০২৫-২০২৬ অর্থ বছরে রবি প্রণোদনা কর্মসূচির আওতায় জেলার ১১টি উপজেলার ৬৯ হাজার ৫০০জন চাষির জন্য ৩৬৮ দশমিক ৫ মেট্রিক টন বীজ, ৬৯৪ মেট্রিক টন ডিএপি ও ৬৮৭ দশমিক ৫ মেট্রিক টন এমওপি সার বরাদ্দ করা হয়েছে। এতে সরকারের ব্যয় ধরা হয়েছে ৫৯৮ দশমিক ৭১০ লাখ টাকা।

গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ ডাল, মসুর ডাল ও অড়হড় চাষিদের নির্বাচিত একজন কৃষক যে কোনো একটি ফসল এক বিঘা জমিতে চাষের জন্য বিনামূলে এই সহায়তা পাবেন।

৫২ হাজার প্রান্তিক কৃষক এক কেজি করে সরিষা বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার, ১৫ হাজার ৪০০ জনের মধ্যে ২০ কেজি করে গম বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার, ২০০জনের মধ্যে এক কেজি করে সূর্যমুখী বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার, ৪০০জনের মধ্যে এক কেজি করে পেঁয়াজ বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার, ২০০জনের মধ্যে ১০ কেজি করে চিনা বাদাম বীজ এবং ১০ কেজি ডিএপি ও পাঁচ কেজি করে এমওপি সার পাবেন।

এছাড়াও ৩০০জনের মধ্যে পাঁচ কেজি করে মুগ বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও পাঁচ কেজি করে এমওপি সার, ৮০০ জনের মধ্যে পাঁচ কেজি করে মসুর বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও পাঁচ কেজি করে এমওপি সার, ২০০ জনের মধ্যে দুই কেজি করে অড়হড় বীজ এবং পাঁচ কেজি করে ডিএপি ও এমওপি সার বিতরণ করা হবে।

গত ২১ অক্টোবর মঙ্গলবার সকালে জেলার মহাদেবপুর উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত কৃষক সমাবেশে উপজেলার ১০টি ইউনিয়নের ৬ হাজার ৫৪০ জন চাষির মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরনের উদ্বোধন করেন উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুন নাঈম ইবনে আজিজ, কৃষি কর্মকর্তা হোসাইন মোহাম্মদ এরশাদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমুখ।

এদিকে দ্রুত সময়ের মধ্যে জেলাজুড়ে প্রণোদনার সার-বীজ বিতরণ কার্যক্রম লক্ষ্যমাত্রার শতভাগ সম্পন্ন হবে বলে জানান কৃষি বিভাগের কর্মকর্তারা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হোমায়রা মন্ডল জানান, কৃষকরা সহায়তা পাচ্ছেন। তাদের খরচের একটা অংশ কমে যাচ্ছে। এতে ফসলের আবাদ ও উৎপাদন ব্যাপক বৃদ্ধি পাবে। সরকারের এই উদ্যোগে খুশি জেলার কৃষকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পাকিস্তান টি-টোয়েন্টি দলে ফিরলেন বাবর
প্রথমবারের মত ভারতকে হোয়াইটওয়াশের চ্যালেঞ্জ অস্ট্রেলিয়ার
চট্টগ্রামে র‌্যাবের অভিযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
আগামী নির্বাচন হবে দেশের গণতান্ত্রিক ইতিহাসে মাইলফলক : শফিকুল আলম
মিয়ানমারে অভিযান থেকে বাঁচতে সহস্রাধিক লোকের থাইল্যান্ডে অনুপ্রবেশ
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে মাঠে ফিরছেন ম্যাক্সওয়েল
রিজওয়ানের বিশ্ব রেকর্ড ভাঙলেন অস্ট্রিয়ার করণবীর
চট্টগ্রাম বাজারে শীতের সবজি, কমতে শুরু করেছে দাম 
পিয়েরেকে টি-টোয়েন্টি দলে অন্তর্ভুক্ত করেছে ওয়েস্ট ইন্ডিজ
যশোরের সড়ক দুুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
১০