চট্টগ্রামে র‌্যাবের অভিযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

বাসস
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ১৭:৫৫
চট্টগ্রামে মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল এবং গাঁজাসহ ৩ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। ছবি: বাসস

চট্টগ্রাম, ২৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকায় মাদক বিরোধী অভিযানে ১৯৮ বোতল ফেনসিডিল এবং ৫০ কেজি গাঁজাসহ ৩ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ১টি সিএনজি অটোরিক্সা জব্দ করা হয়।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন আজ বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর চান্দগাঁও থানার শরাফত উল্লাহ পেট্টোল পাম্প এলাকায় আরাকান সড়কে অভিযান চালায় র‌্যাব। এসময় র‌্যাবের অভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে একটি সিএনজি অটোরিকশায় থাকা তিন যাত্রী দৌড়ে পালানোর চেষ্টা করে।

এসময় ধাওয়া করে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার বৌবাজার এলাকার আবদুল কাদেরের ছেলে মিজানুর রহমান (৩৭), ফেনীর ছাগলনাইয়ার মো. মোস্তফার ছেলে মো. শহিদুল ইসলাম (২৫), বান্দরবানের লামা থানার হাবিবুর রহমানের ছেলে মো. জসিম উদ্দিনকে(২৮) আটক করা হয়। তাদের স্বীকারোক্তি মতে সিএনজিতে থাকা ৩টি প্লাস্টিকের বস্তা এবং অন্য ২টি কাপড়ের ব্যাগ থেকে ১৯৮ বোতল ফেনসিডিল, ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং মাদক বহনকারী সিএনজি অটোরিকশাটিও  জব্দ করা হয়।

র‌্যাব কর্মকর্তা জানান, উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় চার লাখ টাকা। জব্দকৃত সিএনজি, গাঁজা ও ফেনসিডিলসহ আসামিদের পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণের জন্য চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লিবিয়ায় অভিবাসীরা নির্যাতন ও অপহরণের শিকার হচ্ছেন : আইওএম প্রধান
তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা নিতে হবে সরকারকে : সাইফুল হক
পিডিপিও আইনে ডেটা লোকালাইজেশনের কোনো বাধ্যবাধকতা নেই : তৈয়্যব
বিএনপি ক্ষমতায় গেলে সংখ্যালঘুদের পৃথক সাংস্কৃতিক একাডেমি প্রতিষ্ঠা করবে : ফখরুল
গাজায় দ্রুত আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী গঠনের আশা রুবিওর
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 
লিবিয়া থেকে ফিরল ৩০৯ বাংলাদেশি
ওয়েলসে স্টারমারের লেবার পার্টির ঐতিহাসিক পরাজয়
বাণিজ্য বিরোধের মধ্যে জার্মান পররাষ্ট্রমন্ত্রীর চীন সফর স্থগিত
পিরোজপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
১০