পাকিস্তান টি-টোয়েন্টি দলে ফিরলেন বাবর

বাসস
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ১৮:১১

ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : প্রায় ১১ মাস পর পাকিস্তান টি-টোয়েন্টি দলে ফিরেছন অভিজ্ঞ ব্যাটার ও সাবেক অধিনায়ক বাবর আজম।

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের সিরিজ এবং আগামী মাসে শ্রীলংকা ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সালমান আগার নেতৃত্বাধীন দলে বাবর ফিরলেও, এবারও টি-টোয়েন্টি দলে সুযোগ পাননি মোহাম্মদ রিজওয়ান।

২০২৪ সালের ডিসেম্বরে সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছিলেন বাবর। স্ট্রাইক রেট খারাপ হবার কারণে দল থেকে বাদ পড়েন তিনি।

গত মাসে এশিয়া কাপের ফাইনালে হেরে যাওয়া পাকিস্তান দল থেকে বাদ পড়েছেন দুই ব্যাটার- ফখর জামান ও মোহাম্মদ হারিস এবং পেসার হারিস রউফ।

বাবরের সাথে দলে আরও ফিরেছেন পেসার নাসিম শাহ, ব্যাটার আব্দুল সামাদ এবং উইকেটরক্ষক উসমান খান।

আগামী ২৮ অক্টোবর থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং ১৭ নভেম্বর থেকে ত্রিদেশীয় সিরিজ শুরু করবে পাকিস্তান।  

পাকিস্তান টি-টোয়েন্টি দল : সালমান আগা (অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, হাসান নাওয়াজ, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, সালমান মির্জা, নাসিম শাহ, সাহেবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাহীন শাহ আফ্রিদি, উসমান খান, উসমান তারিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লিবিয়ায় অভিবাসীরা নির্যাতন ও অপহরণের শিকার হচ্ছেন : আইওএম প্রধান
তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা নিতে হবে সরকারকে : সাইফুল হক
পিডিপিও আইনে ডেটা লোকালাইজেশনের কোনো বাধ্যবাধকতা নেই : তৈয়্যব
বিএনপি ক্ষমতায় গেলে সংখ্যালঘুদের পৃথক সাংস্কৃতিক একাডেমি প্রতিষ্ঠা করবে : ফখরুল
গাজায় দ্রুত আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী গঠনের আশা রুবিওর
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 
লিবিয়া থেকে ফিরল ৩০৯ বাংলাদেশি
ওয়েলসে স্টারমারের লেবার পার্টির ঐতিহাসিক পরাজয়
বাণিজ্য বিরোধের মধ্যে জার্মান পররাষ্ট্রমন্ত্রীর চীন সফর স্থগিত
পিরোজপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
১০