দুর্যোগপূর্ণ আবহাওয়ায় হাতিয়ার সঙ্গে নৌ-যোগাযোগ বন্ধ

বাসস
প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ১৫:৩০
ছবি : বাসস

নোয়াখালী, ২৫ জুলাই, ২০২৫ (বাসস): দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। 

নিম্নচাপের প্রভাবে আজ শুক্রবার  বেলা ১১টার পর থেকে মেঘনা নদী উত্তাল রয়েছে। জোয়ারের পানি স্বাভাবিক সময় থেকে এক থেকে দুই ফুট অধিক উচ্চতায় প্রবাহিত হচ্ছে।

নদীতে মাছ ধরার নৌকাগুলো দুপুরের পর থেকে নদীর পারে ভিড়তে শুরু করেছে।

আজ সকালে তিন নম্বর সতর্কসংকেত দেওয়ার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন বিভিন্ন ঘাটে মোবাইল করে যাত্রী পারাপার বন্ধ রাখার এই আদেশ দেন। এর পর থেকে হাতিয়ার নলচিরা-চেয়ারম্যান ঘাট রুটে চলাচলকারী সি-ট্রাক ও বেসরকারি বিভিন্ন যানবাহনে যাত্রী পারাপার বন্ধ রাখা হয়েছে।

এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বন্ধ রয়েছে ঢাকা-হাতিয়া রুটে যাত্রীবাহী জাহাজ চলাচল। একইভাবে চট্টগ্রাম-হাতিয়া রুটে চলাচলকারী সরকারি জাহাজগুলো বন্ধ রাখা হয়েছে।

নলচিরা ঘাটে গিয়ে দেখা যায়, অসংখ্য লাইটার জাহাজ তীরের কাছাকাছি অবস্থান করছে। সাগর খুবই উত্তাল রয়েছে।

ইউএনও মো. আলাউদ্দিন বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সব ধরনের নৌ-যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। 

আবহাওয়া স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত যাত্রী পারাপার একেবারে বন্ধ থাকবে। এছাড়া নদীতে মাছধরা ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজায় ফিলিস্তিনিদের প্রতি বিশ্ব নীরবতার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব
বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫
আমার শহরে জুলাই অভ্যুত্থান / খুলনা ছিল আন্দোলনে উত্তাল, সারাদিন চলে ব্যাপক ধড়পাকড়
থাই সংঘর্ষে কম্বোডিয়ার মৃতের সংখ্যা বেড়ে ১৩ : প্রতিরক্ষা মন্ত্রণালয়
আমার শহরে জুলাই গণঅভ্যুত্থান / মেহেরপুর ছিল আতঙ্কের শহর
পেরুতে বাস দুর্ঘটনায় নিহত ১৫, আহত ৩০
মৃত্যুতে নামহীন, স্মৃতিতে অম্লান : অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান
শিগগিরই গঠিত হচ্ছে তথ্য কমিশন
শিবালয় উপজেলা বিএনপির আয়োজনে মতবিনিময় সভা 
মুছাপুরে বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত
১০