ডাকসু নির্বাচনের তফশিল ঘোষণা: ৯ সেপ্টেম্বর ভোট

বাসস
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১৯:২৩
আজ বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচনের তফশিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং অফিসার অধ্যাপক জসিম উদ্দিন। ছবি: বাসস

ঢাকা, ২৯ জুলাই, ২০২৫ (বাসস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ২০২৫-এর তফশিল ঘোষণা করা হয়েছে। তফশিল অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর ভোট গ্রহণ করা হবে। তফশিল অনুযায়ী এদিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই তফশিল ঘোষণা করা হয়। তফশিল ঘোষণা করেন ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।

সংবাদ সম্মেলনে বলা হয়, আগামীকাল বুধবার নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ভোটার তালিকার বিষয়ে আপত্তি জানানোর শেষ তারিখ ৮ আগস্ট। এরপর ১১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

তফসিলে বলা হয়েছে, মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম চলবে ১২ থেকে ১৮ আগস্ট প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়ন জমা দেওয়ার সর্বশেষ তারিখ ১৯ আগস্ট বিকেল ৩টা পর্যন্ত।

মনোনয়ন প্রত্যাহারের সর্বশেষ তারিখ ২৫ আগস্ট  বেলা ১টা পর্যন্ত। যাচাই-বাছাই শেষে ২৬ আগস্ট প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

এ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। নির্বাচনের ফলাফলও ৯ সেপ্টেম্বর ঘোষণা করা হবে।

কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের পাশাপাশি হল সংসদের নির্বাচনও অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো আবাসিক হলের বাইরে মোট ৬টি কেন্দ্রে হবে ডাকসু নির্বাচন।

সর্বশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৯ সালে। ২৮ বছর পর ওই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আমাজনে আটক ৩৩ কলম্বিয়ান সৈনিকের মুক্তি
আবৃত্তি সংসদ কুমিল্লার বর্ষপূর্তি উদ্‌যাপন
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় চোরাচালান পণ্য জব্দ
ফজলুর রহমানের বাড়িতে অগ্নিসংযোগ নিয়ে ভুয়া ভিডিও শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট
নিষেধাজ্ঞার তীব্র প্রতিক্রিয়া জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার সাথে সহযোগিতাকে ‘ক্ষুণ্ন’ করার জন্য : ইরান
টাঙ্গাইলে ‘গাছ কথা বলে’ নাটক মঞ্চায়িত
সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী
অনেকটা সময় বেগম খালেদা জিয়া যথাযথ চিকিৎসা পাননি: ডা. জাহিদ
চাঁদপুরে শীর্ষ মাদক কারবারি কামরুল গ্রেপ্তার
বগুড়ায় হানি ট্র্যাপ চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
১০