ঢাকা, ২৯ জুলাই, ২০২৫ (বাসস): জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ছাত্র-শ্রমিক-জনতার পরিবারের সম্মানে আগামীকাল জনসভা করবে ঢাকা জেলা বিএনপি।
আজ মঙ্গলবার বিএনপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে জনসভাটি আগামীকাল বুধবার বেলা ৩টায় আশুলিয়ায় (আশুলিয়া থানা সংলগ্ন লাশ পোড়ানোর স্থানে) অনুষ্ঠিত হবে। জনসভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠান পরিচালনা করবেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। জনসভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থেকে বক্তব্য রাখবেন।