জুলাই শহীদদের স্মরণে রাজশাহীতে এবি পার্টির মিনি ম্যারাথন 

বাসস
প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ১৭:৩০ আপডেট: : ০১ আগস্ট ২০২৫, ১৭:৩৬
জুলাই শহীদদের স্মরণে শুক্রবার রাজশাহীতে মিনি ম্যারাথন আয়োজন করেছে এবি পার্টি। ছবি: সংগৃহীত

ঢাকা, ১ আগস্ট, ২০২৫ (বাসস) : জুলাই শহীদদের স্মরণে আজ রাজশাহীতে একটি মিনি ম্যারাথন আয়োজন করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। 

সকাল ছয়টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর এলাকা থেকে দৌড় প্রতিযোগিতাটি শুরু হয়।

ভোর সাড়ে পাঁচটার পর থেকেই প্রতিযোগীরা বিনোদপুর বাজারে জমায়েত হতে থাকেন। সকাল ছয়টার দিকে পাঁচ কিলোমিটার দীর্ঘ এই ম্যারাথন শুরু হয়। ম্যারাথনের পথ ছিল- বিনোদপুর থেকে তালাইমারী মোড়, তারপর চৌদ্দপায় ফায়ার সার্ভিস মোড় হয়ে আবার বিনোদপুরে ফেরা। পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।

এবি পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) মুহাম্মদ সাঈদ নোমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বক্তৃতায় শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের অবসান ঘটানোর পর নতুন প্রজন্মই আজ ক্ষমতার মূল উৎস হয়ে উঠেছে এবং স্বৈরাচারের অবসান ঘটিয়ে নতুন প্রজন্মের উত্থান ঘটেছে বলে মন্তব্য করেন।

এবি পার্টির সাংগঠনিক সম্পাদক বলেন, ‘জুলাই শহীদদের স্মরণ এবং যুবসমাজকে মাদকমুক্ত রাখার উদ্দেশ্যেই এই আয়োজন। নতুন বাংলাদেশে আমাদের মত-পথ আলাদা থাকবে, কিন্তু ভালো কাজের প্রতিযোগিতাকে আমরা জারি রাখতে চাই।’

ম্যারাথনে পুরস্কার হিসেবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানধারীরা যথাক্রমে ১০ হাজার, ৮ হাজার এবং ৫ হাজার টাকা পান। তিন নারীসহ মোট ১০ জনকে বিশেষ পুরস্কার দেওয়া হয়।

আয়োজকরা অংশগ্রহণকারীদের জন্য মেডিকেল টিম, অ্যাম্বুলেন্স, টি-শার্ট, গ্লুকোজ পানি এবং বিশেষ খাবারের ব্যবস্থা করেন। অংশগ্রহণকারীদের মধ্যে বেশিরভাগই ছিলেন তরুণ। তবে বেশ বয়সী নারী-পুরুষও এতে অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবি অধ্যাপক জাহাঙ্গীর আলমের মরদেহ দেশে পৌঁছেছে
জুলাই অভ্যুত্থানে খুবি অনলাইন প্ল্যাটর্ফমগুলো জোরালো ভূমিকা রেখেছে : উপাচার্য
জুলাই বিপ্লব তরুণদের চেতনার জাগরণ : রিজভী
জুলাইয়ের গণ-অভ্যুত্থানের লড়াই ও সংগ্রামের মধ্য দিয়ে পাওয়া স্বাধীনতাকে সমুন্নত রাখতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন
রাজশাহী কলেজ অ্যালামনাইয়ের ‘গেট টুগেদার’ ঢাকায় অনুষ্ঠিত
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় মামলা, গ্রেপ্তার-৬
জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি শনিবার, দেশবাসীর দোয়া কামনা
বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে উজবেকিস্তান ফার্মাসিটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সির পরিচালকের বৈঠক
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের শুল্ক কমানো দেশের জন্য ভালো খবর : মির্জা ফখরুল
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি রাফি গ্রেপ্তার
১০