ছাত্রদলের ৩ আগস্টের সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের প্রতি ৬টি নির্দেশনা

বাসস
প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ২০:৪৬

ঢাকা, ১ আগস্ট, ২০২৫ (বাসস) : আগামী ৩ আগস্ট ছাত্রদলের পূর্বঘোষিত ছাত্র সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের ছয়টি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ।

আজ শুক্রবার ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, সমাবেশে কোন ধরনের ব্যানার, ফেস্টুন বা প্ল্যাকার্ড নিয়ে আসা যাবে না। এছাড়াও ব্যক্তিগত শোডাউন বা মিছিল নিয়েও সমাবেশস্থলে উপস্থিত হওয়া নিষেধ।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, সমাবেশের শুরু থেকে শেষ পর্যন্ত কেন্দ্রের নির্ধারিত স্থানে সব ইউনিটকে বাধ্যতামূলকভাবে অবস্থান করতে হবে। কাঁটাবন মোড় থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত এলাকায় জরুরি যানবাহন চলাচলে সহযোগিতা করতে হবে। কোনো ইউনিটের গাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না। নির্ধারিত স্থান পরিষ্কার করে তবেই সমাবেশস্থল ত্যাগ করতে হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সব ইউনিটের নেতাকর্মীদের এই নির্দেশনা দিয়েছেন। প্রোগ্রাম সফল করতে নির্দেশনা মেনে চলার আহ্বান জানান ছাত্রদলের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত: প্রকাশ ৫ আগস্ট 
পিরোজপুরে 'জুলাইয়ের মায়েরা' শীর্ষক সভা ও চলচ্চিত্র প্রদর্শনী
ইসরাইলি হামলায় গাজায় নিহত ২২
শহীদ মিনার আমাদের প্রতিরোধ ও বিজয়ের প্রতীক : মাহফুজ আলম
পুরো রাজশাহী ছিল থমথমে
ট্রাম্পের সঙ্গে শেইনবাউমের কৌশলী কূটনীতি: ৯০ দিনের শুল্ক স্থগিতে মেক্সিকোর জয়
নোয়াখালীতে রেমিট্যান্স যোদ্ধাদের সম্মাননা ও আলোচনা সভা 
টাঙ্গাইলে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক সমাবেশ 
ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি ইসরাইলের
অটোপাইলটের মৃত্যুতে টেসলাকে ২৪২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ 
১০