ঢাকা, ২ আগস্ট, ২০২৫(বাসস): মাইলস্টোনে বিমান বিধ্বস্তে নিহত তানভীর আহমেদের শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি নেতৃবৃন্দ।
গতকাল বিএনপি নেতৃবৃন্দ উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ছাত্র টাঙ্গাইল জেলা মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের নগরভাতগ্রাম নয়াপাড়ার বাসিন্দা তানভীর আহমেদের কবর জিয়ারত করেন। শোকাহত পরিবারের খোঁজ খবর এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমবেদনা পৌঁছে দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ সোহরাব। এ সময় আরও উপস্থিত ছিলেন, পৌর বিএনপি'র সভাপতি হযরত আলী মিঞাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।