জুলাই বিপ্লবের ছবি ইতিহাসের সাক্ষ্য হয়ে থাকবে : চসিক মেয়র

বাসস
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ১৮:১৩
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘ক্যামেরায় জুলাই বিপ্লব’ শীর্ষক তিন দিনব্যাপী ছবি প্রদর্শনীর উদ্বোধন করেন। ছবি : বাসস

চট্টগ্রাম, ২ আগস্ট, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘শহীদ আবু সাঈদের যে বুলেটবিদ্ধ ছবি, একটা সময় হয়তো মানুষ তাঁকে ভুলে যাবে, কিন্তু জুলাই বিপ্লবের এই ছবিগুলো ইতিহাসকে মনে করিয়ে দেবে, ইতিহাসের সাক্ষ্য হয়ে থাকবে।’

শনিবার সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘ক্যামেরায় জুলাই বিপ্লব’ শীর্ষক তিন দিনব্যাপী ছবি প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।

ক্যামেরায় জুলাই বিপ্লবের আহ্বায়ক মোহাম্মদ হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি। 


চসিক মেয়র বলেন, ‘জুলাই-আগস্ট নিয়ে আমরা বলি ৩৬ দিনের বিপ্লব। কিন্তু এই সময়ের মধ্যে যে গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, সেটি শুধু ৩৬দিনের নয় -১৬ বছরের নির্যাতনের ইতিহাস। ওই সময়ে শহীদদের ভুলে যাওয়া হবে তাদের প্রতি অবিচার।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীন। তিনি বলেন, ‘গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে যারা শহীদ হয়েছেন, তাঁদের প্রতি আমাদের প্রাণভরে সম্মান আছে। গত সাড়ে ১৫বছরে গুম-খুন ও রাজনৈতিক নির্যাতনের শিকার হয়ে অনেকেই প্রাণ দিয়েছেন। জুলাই বিপ্লব ছিল সেই অন্যায়ের বিরুদ্ধে একটি গর্জন।’

তিনি আরও বলেন, জাতীয় প্রেস ক্লাব থেকে এখন পর্যন্ত ৮০জনকে ‘ফ্যাসিস্টমুক্ত’ করা হয়েছে। প্রক্রিয়া এখনও চলছে। আমি জানিনা চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে কতজন ফ্যাসিস্ট মুক্ত করেছে ? কারণ এই ফ্যাসিস্ট মুক্ত করতে না পারলে শহীদদের রক্ত বৃথা যাবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ব্যক্তিগত আলোকচিত্রী নুরুদ্দিন আহমেদ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি বুলবুল আহমদ, দ্য পিপলস ভিউ সম্পাদক ওসমান গণি মনসুর, কালের কণ্ঠের ব্যুরো প্রধান মুস্তফা নঈম, এনটিভির ব্যুরো প্রধান শামসুল হক হায়দরী, সংগঠনের সাধারণ সম্পাদক বাবুল তালুকদার, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, প্রেসক্লাব সদস্য মিয়া মোহাম্মদ আরিফ ও চট্টগ্রাম ফটো সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান। 

ঢাকা ও চট্টগ্রামের প্রায় ১৬০টি ছবি স্থান পেয়েছে এ প্রদর্শনীতে। ছবিগুলোতে উঠে এসেছে জুলাই-আগস্টের রাজনৈতিক উত্তাল সময়, গুম, খুন ও নির্যাতনের নানা চিত্র। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাম্প্রতিক দুর্ঘটনায় বিমান বাহিনী কর্তৃক পরিচালিত কার্যক্রম
জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন আয়োজনের আহ্বান নাহিদ ইসলামের
এনসিএলে বরিশালের কোচ হলেন আশরাফুল
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ
কিশোরগঞ্জে চারটি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ টাকা জরিমানা
প্রিমিয়ার লিগে ক্লাবের সংখ্যা কমছে না
জুলাই গণ-অভ্যুত্থানের সকল শক্তির ঐক্য অটুট রাখতে হবে : সংস্কৃতি উপদেষ্টা
কোম্পানি আইন ১৯৯৪ সংস্কার ও যুগোপযোগীকরণের আহ্বান 
দেশের প্রতি ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেছেন জামায়াতের আমীর : নূরুল ইসলাম বুলবুল
তামিম-কুকদের ক্লাবে জয়সওয়াল
১০