গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সব থানায় অনলাইন জিডি চালু হচ্ছে আগামীকাল

বাসস
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ১৭:৫২

ঢাকা, ২ আগস্ট, ২০২৫ (বাসস) : গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সব থানায় আগামীকাল রোববার থেকে চালু হচ্ছে অনলাইন জিডি সেবা।

পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ কথা জানানো হয়।

এতে বলা হয়, প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে ঘরে বসেই সব ধরনের জিডি অনলাইনে করার সুবিধা পর্যায়ক্রমে সারাদেশে চালু করেছে বাংলাদেশ পুলিশ। বর্তমানে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম রেঞ্জ এবং সিলেট, চট্টগ্রাম, রংপুর, খুলনা, বরিশাল ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সব থানায় অনলাইন জিডি সেবা চালু রয়েছে।

উল্লেখ্য, ইতোপূর্বে অনলাইনে শুধুমাত্র হারানো এবং প্রাপ্তি সংক্রান্ত জিডি করা যেতো।

আগামীকাল থেকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের থানাগুলোতে অনলাইনে সব ধরনের জিডি করা যাবে।

অনলাইন জিডি সেবা পেতে গুগল প্লে স্টোর থেকে অনলাইন জিডি অ্যাপ ডাউনলোডের পর রেজিস্ট্রেশন করে এ সেবা পাওয়া যাবে। এক্ষেত্রে একাধিকবার রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। রেজিস্ট্রেশন অথবা অনলাইন জিডি করতে কোনো ধরনের অসুবিধা হলে ০১৩২০০০১৪২৮ হটলাইন নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে । এ হটলাইন নম্বরটি ২৪ ঘণ্টা চালু রয়েছে।

বাংলাদেশ পুলিশ জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা দ্রুততম সময়ে ও সহজে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যুক্তরাজ্যে গ্রীষ্মকালীন শিবিরে শিশু অসুস্থের ঘটনায় অভিযুক্ত একজন গ্রেফতার 
হাতে সময় নিয়ে বের হতে এইচএসসি-বিসিএস পরীক্ষার্থীদের প্রতি আহ্বান ডিএমপির
কোচিং ক্যারিয়ার নিয়ে আগ্রহ দেখিয়েছেন ক্রিকেটাররা
ভোলায় ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ 
যুক্তরাষ্ট্রের শুল্ক হ্রাস বাংলাদেশের পোশাক শিল্পের জন্য ‘বড় স্বস্তির’ খবর : বিজিএমইএ সভাপতি
পিআইবি’র গণমাধ্যম ও সাংবাদিকতায় মাস্টার্সের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত
‘কাস্টমস এবং ভ্যাট সংশ্লিষ্ট আইন ও বিধির প্রায়োগিক দিক’ শীর্ষক কর্মশালা 
নীলফামারীতে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক সমাবেশ 
শাহবাগে জুলাই যোদ্ধাদের পক্ষে-বিপক্ষে মারামারিতে দেশের মানুষ ব্যথিত হয়েছে : এ্যানি
উত্তরায় সেদিন বেধড়ক মারধর করা হয় ছাত্রীদের 
১০