জয়পুরহাটে রেমিট্যান্স যোদ্ধা দিবস পালিত

বাসস
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ১৭:৪২
শনিবার জুলাই গণঅভ্যুত্থান স্মরণে জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রেমিট্যান্স যোদ্ধা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ২০২৪ সালের জুলাইয়ে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠানো ৩ প্রবাসীকে সম্মাননা জানানো হয়।

জয়পুরহাট, ২ আগস্ট, ২০২৫ (বাসস) : জুলাই গণঅভ্যুত্থান স্মরণে জয়পুরহাটে রেমিট্যান্স যোদ্ধা দিবস পালিত হয়েছে। 

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ২০২৪ সালের জুলাইয়ে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠানো ৩ প্রবাসীকে সম্মাননা জানানো হয়।  

আজ বেলা ১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান হয়। জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করে জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র-টিটিসি, জেলা কর্মসংস্থান ও জনশক্তি মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ব্যাংক ও মহিলা বিষয়ক অধিদপ্তর। 

অনুষ্ঠিত প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী। এ সময় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার, জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী রেজাউল করিম, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোশারফ হোসেন, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে জেলার সর্বোচ্চ রেমিট্যান্স প্রদানকারী তিন প্রবাসীর পরিবারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যুক্তরাজ্যে গ্রীষ্মকালীন শিবিরে শিশু অসুস্থের ঘটনায় অভিযুক্ত একজন গ্রেফতার 
হাতে সময় নিয়ে বের হতে এইচএসসি-বিসিএস পরীক্ষার্থীদের প্রতি আহ্বান ডিএমপির
কোচিং ক্যারিয়ার নিয়ে আগ্রহ দেখিয়েছেন ক্রিকেটাররা
ভোলায় ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ 
যুক্তরাষ্ট্রের শুল্ক হ্রাস বাংলাদেশের পোশাক শিল্পের জন্য ‘বড় স্বস্তির’ খবর : বিজিএমইএ সভাপতি
পিআইবি’র গণমাধ্যম ও সাংবাদিকতায় মাস্টার্সের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত
‘কাস্টমস এবং ভ্যাট সংশ্লিষ্ট আইন ও বিধির প্রায়োগিক দিক’ শীর্ষক কর্মশালা 
নীলফামারীতে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক সমাবেশ 
শাহবাগে জুলাই যোদ্ধাদের পক্ষে-বিপক্ষে মারামারিতে দেশের মানুষ ব্যথিত হয়েছে : এ্যানি
উত্তরায় সেদিন বেধড়ক মারধর করা হয় ছাত্রীদের 
১০