ফরিদপুরে মাইলস্টোনের শিক্ষার্থী রাইসা মনির কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা

বাসস
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ১৮:০২
জেলার আলফাডাঙ্গা উপজেলায় শনিবার রাজধানীর উত্তরার বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী রাইসা মনির কবর জিয়ারত ও শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের একটি প্রতিনিধি দল। ছবি : বাসস

ফরিদপুর, ২ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলার আলফাডাঙ্গা উপজেলায় আজ রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী রাইসা মনির (১১) কবর জিয়ারত ও শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের একটি প্রতিনিধি দল। 

পরে তারা নিহত শিক্ষার্থীর পরিবারের সদস্যদের সমবেদনা জানান।

আজ শনিবার দুপুর ২টার দিকে যশোরস্থ বাংলাদেশ বিমান বাহিনীর মতিউর রহমান ঘাঁটি থেকে স্কোয়াড্রন লিডার মো. জিহাদুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলটি নিহত রাইসা মনির গ্রামের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া গ্রামে আসেন।

এসময় প্রতিনিধি দলের সদস্যরা নিহত রাইসা মনির বাড়িতে যায় ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। পরে রাইসা মনির কবরে গার্ড অব অনার প্রদান ও পুষ্পস্তবক অর্পণ করেন।

আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল জানান, বিমান বাহিনীর প্রতিনিধি দলের প্রধান স্কোয়াড্রন লিডার মো. জিহাদুল ইসলাম বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের প্রতিনিধি হিসেবে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত তৃতীয় শ্রেণির ছাত্রী রাইসা মনির কবর জিয়ারত ও শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে তাদের গ্রামের বাড়িতে আসেন। এসময় ওই দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতায় দোয়া প্রার্থনা করা হয়।

গত ২১ জুলাই দুপুরে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় রাইসা মনি নামে ফরিদপুরের এক শিক্ষার্থীর মৃত্যু হয়। ঘটনার চারদিন পর শুক্রবার (২৫ জুলাই) সকাল ৯টায় উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া ঈদগাহ ময়দানে জানাজা শেষে বাজড়া কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হাতে সময় নিয়ে বের হতে এইচএসসি-বিসিএস পরীক্ষার্থীদের প্রতি আহ্বান ডিএমপির
কোচিং ক্যারিয়ার নিয়ে আগ্রহ দেখিয়েছেন ক্রিকেটাররা
ভোলায় ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ 
যুক্তরাষ্ট্রের শুল্ক হ্রাস বাংলাদেশের পোশাক শিল্পের জন্য ‘বড় স্বস্তির’ খবর : বিজিএমইএ সভাপতি
পিআইবি’র গণমাধ্যম ও সাংবাদিকতায় মাস্টার্সের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত
‘কাস্টমস এবং ভ্যাট সংশ্লিষ্ট আইন ও বিধির প্রায়োগিক দিক’ শীর্ষক কর্মশালা 
নীলফামারীতে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক সমাবেশ 
শাহবাগে জুলাই যোদ্ধাদের পক্ষে-বিপক্ষে মারামারিতে দেশের মানুষ ব্যথিত হয়েছে : এ্যানি
উত্তরায় সেদিন বেধড়ক মারধর করা হয় ছাত্রীদের 
রাজধানীতে ডাকাতির ঘটনায় ৮ জন গ্রেফতার 
১০