কোচিং ক্যারিয়ার নিয়ে আগ্রহ দেখিয়েছেন ক্রিকেটাররা

বাসস
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ১৯:৪১

ঢাকা, ২ আগস্ট ২০২৫ (বাসস) : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত তিন দিনের লেভেল-১ কোচিং কর্মশালায় ব্যাপক সাড়া পড়েছে। কারণ কোচিং দক্ষতা বাড়ানোর জন্য আগ্রহ দেখিয়েছেন সাবেক ক্রিকেটার এবং বিভিন্ন ক্রিকেট সংস্থার অনেকেই। 

বিসিবির গেম ডেভেলপমেন্টের হেড অফ অপারেশনস হাবিবুল বাশার সুমন জানান, দেশে কোচিং পেশার প্রতি আগ্রহ বাড়ছে। যা ক্রিকেটের উন্নয়নের জন্য ইতিবাচক লক্ষণ।

আজ বাশার বলেন, ‘ক্রিকেটকে সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য, শুধুমাত্র ক্রিকেট খেলাই যথেষ্ট নয়। ক্রিকেট সম্পর্কে জানা এবং পড়াও খুবই গুরুত্বপূর্ণ। যারা এখানে এসেছেন (কোর্স করতে) তারা আসলে তৃণমূল পর্যায়ে কাজ করেন। আমরা যদি তাদের যথাযথ প্রশিক্ষণ দিতে পারি, তাদের একটু আপগ্রেড করতে পারি, তাহলে দিন শেষে বাংলাদেশ ক্রিকেটের জন্যই ভাল হবে।’ 

বাংলাদেশের সাবেক অধিনায়ক বাশার আরও জানান, ভবিষ্যতে এই ধরনের সেমিনার বিসিবি আরও আয়োজন করবে ও কোচিং পেশায় সাবেক ক্রিকেটারদের আগ্রহ লক্ষণীয় ছিল। 

তিনি বলেন, ‘যখন দেশের সাবেক ক্রিকেটাররা কোচিংকে পেশা হিসেবে গ্রহণ করবে, তখন এটি দেশকে ক্রিকেটপ্রেমী জাতি হিসেবে আরও উচ্চতায় নিয়ে যেতে সাহায্য করবে। মানসম্মত কোচিং খুবই গুরুত্বপূর্ণ। আমি আগে আমাদের এত ক্রিকেটারদের কোচিংয়ে আসতে দেখিনি।’

বাশার আরও বলেন, ‘আসলে, ৫/১০ বছর আগে আমিও কোচিংয়ে আসতে চাইতাম না। এখন আমি অনেককেই দেখছি যারা প্রথম শ্রেণীর ক্যারিয়ার শেষ করার পর কোচিংয়ে আসতে চায়।’

বিসিবি তাদের পাশে থাকবে এবং সময়পোযোগী সিদ্ধান্ত নিয়ে তাদেরকে সামনে এগিয়ে নিবে বলে আশ্বস্ত করেছেন বাশার। তিনি বলেন, ‘লেভেল-১ কোর্সের জন্য অনেক সিভি জমা দেওয়া হয়েছে। যার অর্থ প্রথম শ্রেণীর খেলোয়াড়রা যারা এখনও খেলছেন বা আরও দুই বছর খেলবেন তারা কোচিংয়ে আসতে চান। আমরা যদি ভালো কোচ তৈরি করতে পারি, তাহলে অবশ্যই বিদেশ থেকে তাদের ডাক আসবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের পথকে দীর্ঘায়িত করলে মানুষ আবার জেগে উঠবে : মঈন খান
শ্রমিকদের জন্য বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে: এম সাখাওয়াত হোসেন 
পোপ লিও’র নেতৃত্বে নৈশপ্রার্থনায় সমবেত হচ্ছেন ১০ লাখ তরুণ
গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র পথ হলো নির্বাচন : মেজর হাফিজ
স্বাধীনতার দুশমনদের এ দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই : মামুনুল হক
আহত জুলাই যোদ্ধাদের ১৫৫৮ জনের তালিকার গেজেট প্রকাশ 
‘জুলাই শহীদদের মায়েরা চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন’
জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে ৫ আগস্ট গণমিছিল সফল করতে আহ্বান জামায়াতের
আনোয়ারায় সাপের কামড়ে কিশোরীর মৃত্যু
জয়পুরহাটে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ 
১০