কোচিং ক্যারিয়ার নিয়ে আগ্রহ দেখিয়েছেন ক্রিকেটাররা

বাসস
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ১৯:৪১

ঢাকা, ২ আগস্ট ২০২৫ (বাসস) : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত তিন দিনের লেভেল-১ কোচিং কর্মশালায় ব্যাপক সাড়া পড়েছে। কারণ কোচিং দক্ষতা বাড়ানোর জন্য আগ্রহ দেখিয়েছেন সাবেক ক্রিকেটার এবং বিভিন্ন ক্রিকেট সংস্থার অনেকেই। 

বিসিবির গেম ডেভেলপমেন্টের হেড অফ অপারেশনস হাবিবুল বাশার সুমন জানান, দেশে কোচিং পেশার প্রতি আগ্রহ বাড়ছে। যা ক্রিকেটের উন্নয়নের জন্য ইতিবাচক লক্ষণ।

আজ বাশার বলেন, ‘ক্রিকেটকে সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য, শুধুমাত্র ক্রিকেট খেলাই যথেষ্ট নয়। ক্রিকেট সম্পর্কে জানা এবং পড়াও খুবই গুরুত্বপূর্ণ। যারা এখানে এসেছেন (কোর্স করতে) তারা আসলে তৃণমূল পর্যায়ে কাজ করেন। আমরা যদি তাদের যথাযথ প্রশিক্ষণ দিতে পারি, তাদের একটু আপগ্রেড করতে পারি, তাহলে দিন শেষে বাংলাদেশ ক্রিকেটের জন্যই ভাল হবে।’ 

বাংলাদেশের সাবেক অধিনায়ক বাশার আরও জানান, ভবিষ্যতে এই ধরনের সেমিনার বিসিবি আরও আয়োজন করবে ও কোচিং পেশায় সাবেক ক্রিকেটারদের আগ্রহ লক্ষণীয় ছিল। 

তিনি বলেন, ‘যখন দেশের সাবেক ক্রিকেটাররা কোচিংকে পেশা হিসেবে গ্রহণ করবে, তখন এটি দেশকে ক্রিকেটপ্রেমী জাতি হিসেবে আরও উচ্চতায় নিয়ে যেতে সাহায্য করবে। মানসম্মত কোচিং খুবই গুরুত্বপূর্ণ। আমি আগে আমাদের এত ক্রিকেটারদের কোচিংয়ে আসতে দেখিনি।’

বাশার আরও বলেন, ‘আসলে, ৫/১০ বছর আগে আমিও কোচিংয়ে আসতে চাইতাম না। এখন আমি অনেককেই দেখছি যারা প্রথম শ্রেণীর ক্যারিয়ার শেষ করার পর কোচিংয়ে আসতে চায়।’

বিসিবি তাদের পাশে থাকবে এবং সময়পোযোগী সিদ্ধান্ত নিয়ে তাদেরকে সামনে এগিয়ে নিবে বলে আশ্বস্ত করেছেন বাশার। তিনি বলেন, ‘লেভেল-১ কোর্সের জন্য অনেক সিভি জমা দেওয়া হয়েছে। যার অর্থ প্রথম শ্রেণীর খেলোয়াড়রা যারা এখনও খেলছেন বা আরও দুই বছর খেলবেন তারা কোচিংয়ে আসতে চান। আমরা যদি ভালো কোচ তৈরি করতে পারি, তাহলে অবশ্যই বিদেশ থেকে তাদের ডাক আসবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০