ভোলায় ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ 

বাসস
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ১৯:৩৯
পুনর্জাগরণ অনুষ্ঠানমালা উদযাপন উপলক্ষেভোলায় ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ । ছবি : বাসস

ভোলা, ২ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলায় আজ জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা উদযাপন উপলক্ষে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ, চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল ১০টায় শিল্পকলা একাডেমিতে ভোলার জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস এ কর্মসূচির আয়োজন করেন । 

ভোলার জেলা প্রশাসক মো. আজাদ জাহানের সভাপতিত্বে এ কর্মসূচীতে জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক, সিভিল সার্জন মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. বেল্লাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাছনাইন পারভেজ, জেলা বিএনপির সদস্য সচিব মো. রাইসুল আলম, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজলে গোফরান, জেলা তথ্য কর্মকর্তা শাহ আবদুর রহিম নুরন্নবী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আকতার হোসেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ইয়ামিনের মা, পৌর জামায়াতের সভাপতি মো. জামাল উদ্দিন, জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মো. আতিকুর রহমান, জেলা এনসিপির যুগ্ম-সমন্বয়কারী মো. শরীফ হাওলাদার ও রশীদ আহম্মেদ, সদস্য মীর মোশাররফ অমি প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলার ৭ টি উপজেলা থেকে জুলাই যোদ্ধাদের মায়েরা অংশগ্রহণ করেন। বক্তব্যে মায়েরা তাদের সন্তানদেরকে নিয়ে বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং রাষ্ট্রের কাছে সন্তান হত্যার বিচার ও আহতদের সুচিকিৎসার দাবি জানান। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের পথকে দীর্ঘায়িত করলে মানুষ আবার জেগে উঠবে : মঈন খান
শ্রমিকদের জন্য বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে: এম সাখাওয়াত হোসেন 
পোপ লিও’র নেতৃত্বে নৈশপ্রার্থনায় সমবেত হচ্ছেন ১০ লাখ তরুণ
গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র পথ হলো নির্বাচন : মেজর হাফিজ
স্বাধীনতার দুশমনদের এ দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই : মামুনুল হক
আহত জুলাই যোদ্ধাদের ১৫৫৮ জনের তালিকার গেজেট প্রকাশ 
‘জুলাই শহীদদের মায়েরা চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন’
জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে ৫ আগস্ট গণমিছিল সফল করতে আহ্বান জামায়াতের
আনোয়ারায় সাপের কামড়ে কিশোরীর মৃত্যু
জয়পুরহাটে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ 
১০