ভোলায় ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ 

বাসস
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ১৯:৩৯
পুনর্জাগরণ অনুষ্ঠানমালা উদযাপন উপলক্ষেভোলায় ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ । ছবি : বাসস

ভোলা, ২ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলায় আজ জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা উদযাপন উপলক্ষে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ, চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল ১০টায় শিল্পকলা একাডেমিতে ভোলার জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস এ কর্মসূচির আয়োজন করেন । 

ভোলার জেলা প্রশাসক মো. আজাদ জাহানের সভাপতিত্বে এ কর্মসূচীতে জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক, সিভিল সার্জন মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. বেল্লাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাছনাইন পারভেজ, জেলা বিএনপির সদস্য সচিব মো. রাইসুল আলম, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজলে গোফরান, জেলা তথ্য কর্মকর্তা শাহ আবদুর রহিম নুরন্নবী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আকতার হোসেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ইয়ামিনের মা, পৌর জামায়াতের সভাপতি মো. জামাল উদ্দিন, জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মো. আতিকুর রহমান, জেলা এনসিপির যুগ্ম-সমন্বয়কারী মো. শরীফ হাওলাদার ও রশীদ আহম্মেদ, সদস্য মীর মোশাররফ অমি প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলার ৭ টি উপজেলা থেকে জুলাই যোদ্ধাদের মায়েরা অংশগ্রহণ করেন। বক্তব্যে মায়েরা তাদের সন্তানদেরকে নিয়ে বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং রাষ্ট্রের কাছে সন্তান হত্যার বিচার ও আহতদের সুচিকিৎসার দাবি জানান। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আফগানিস্তানকে ৪ উইকেটে পরাজিত করে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ
ভাষাসৈনিক আহমদ রফিকের পরলোকগমন
বিশেষ অভিযানে রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জন গ্রেফতার
বাংলাদেশকে ১৫২ রানের লক্ষ্য দিল আফগানিস্তান
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশ
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
ফ্রান্স দলে ডাক পেলেন মাতেতা
টি২০ বিশ্বকাপের টিকিট পেল নামিবিয়া
সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন
গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা
১০