ঢাকা, ২ আগস্ট, ২০২৫ (বাসস) : বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)-এর আয়োজনে ‘কাস্টমস এবং ভ্যাট সংশ্লিষ্ট আইন ও বিধির প্রায়োগিক দিক’ শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা আজ বিসিআই বোর্ডরুমে অনুষ্ঠিত হয়।
এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানান হয়, বিসিআই’র সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরীর (পারভেজ) সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস’র (বিএবি) চেয়ারম্যান আবদুল হাই সরকার।
আলোচক ও প্রশিক্ষক ছিলেন- এনবিআর’র প্রথম সচিব (কাস্টমস) তারেক হাসান এবং দ্বিতীয় সচিব (ভ্যাট নীতি) ব্যারিস্টার মো. বদরুজ্জামান মুন্সী।
কর্মশালায় বিভিন্ন প্রতিষ্ঠান ও সেক্টরের ৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন- বিসিআই’র পরিচালক ড. দেলোয়ার হোসেন রাজা এবং সেক্রেটারি জেনারেল ড. মো. হেলাল উদ্দিন।
বিসিআই’র সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) বলেন, ‘বিসিআই নিয়মিতভাবে শিল্পায়ন, বৈদেশিক বাণিজ্য এবং ব্যবসা সংশ্লিষ্ট আইন ও নীতিমালার ওপর ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে আসছে। কাস্টমস ও ভ্যাট বিষয়ে জ্ঞানের অভাব থেকে ব্যবসায়ীদের প্রতিনিয়ত সমস্যার মুখোমুখি হতে হয়, এই কর্মশালা সে ঘাটতি পূরণে সহায়ক হবে।’
প্রধান অতিথির বক্তব্যে বিএবি’র চেয়ারম্যান আবদুল হাই সরকার বলেন, করদাতা ও কর সংগ্রহকারীদের মধ্যে এক ধরনের দূরত্ব বিরাজ করছে। এ দূরত্ব কমানো গেলে কর ব্যবস্থাপনা আরও সহজ ও কার্যকর হবে। যে কোনো নীতি প্রণয়নের সময় বেসরকারি খাতকে সম্পৃক্ত করা জরুরি।’
কর্মশালার দ্বিতীয় পর্বে প্রথম সচিব তারেক হাসান এবং দ্বিতীয় সচিব ব্যারিস্টার মো. বদরুজ্জামান মুন্সী কাস্টমস ও ভ্যাট সংক্রান্ত আইন ও বিধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং অংশগ্রহণকারীদের প্রশ্নের উত্তর দেন।
কর্মশালার শেষ অংশে অংশগ্রহণকারীদের মতামত নেয়া হয় এবং সবাইকে সার্টিফিকেট বিতরণ করা হয়।