‘কাস্টমস এবং ভ্যাট সংশ্লিষ্ট আইন ও বিধির প্রায়োগিক দিক’ শীর্ষক কর্মশালা 

বাসস
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ১৯:২৫
শনিবার বিসিআই-এর আয়োজনে ‘কাস্টমস এবং ভ্যাট সংশ্লিষ্ট আইন ও বিধির প্রায়োগিক দিক’ শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা বিসিআই বোর্ডরুমে অনুষ্ঠিত হয়। ছবি: বাসস

ঢাকা, ২ আগস্ট, ২০২৫ (বাসস) : বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)-এর আয়োজনে ‘কাস্টমস এবং ভ্যাট সংশ্লিষ্ট আইন ও বিধির প্রায়োগিক দিক’ শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা আজ বিসিআই বোর্ডরুমে অনুষ্ঠিত হয়।

এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানান হয়, বিসিআই’র সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরীর (পারভেজ) সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস’র (বিএবি) চেয়ারম্যান আবদুল হাই সরকার।

আলোচক ও প্রশিক্ষক ছিলেন- এনবিআর’র  প্রথম সচিব (কাস্টমস) তারেক হাসান এবং দ্বিতীয় সচিব (ভ্যাট নীতি) ব্যারিস্টার মো. বদরুজ্জামান মুন্সী।

কর্মশালায় বিভিন্ন প্রতিষ্ঠান ও সেক্টরের ৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন- বিসিআই’র পরিচালক ড. দেলোয়ার হোসেন রাজা এবং সেক্রেটারি জেনারেল ড. মো. হেলাল উদ্দিন।

বিসিআই’র সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) বলেন, ‘বিসিআই নিয়মিতভাবে শিল্পায়ন, বৈদেশিক বাণিজ্য এবং ব্যবসা সংশ্লিষ্ট আইন ও নীতিমালার ওপর ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে আসছে। কাস্টমস ও ভ্যাট বিষয়ে জ্ঞানের অভাব থেকে ব্যবসায়ীদের প্রতিনিয়ত সমস্যার মুখোমুখি হতে হয়, এই কর্মশালা সে ঘাটতি পূরণে সহায়ক হবে।’

প্রধান অতিথির বক্তব্যে বিএবি’র চেয়ারম্যান আবদুল হাই সরকার বলেন, করদাতা ও কর সংগ্রহকারীদের মধ্যে এক ধরনের দূরত্ব বিরাজ করছে। এ দূরত্ব কমানো গেলে কর ব্যবস্থাপনা আরও সহজ ও কার্যকর হবে। যে কোনো নীতি প্রণয়নের সময় বেসরকারি খাতকে সম্পৃক্ত করা জরুরি।’

কর্মশালার দ্বিতীয় পর্বে প্রথম সচিব তারেক হাসান এবং দ্বিতীয় সচিব ব্যারিস্টার মো. বদরুজ্জামান মুন্সী কাস্টমস ও ভ্যাট সংক্রান্ত আইন ও বিধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং অংশগ্রহণকারীদের প্রশ্নের উত্তর দেন।

কর্মশালার শেষ অংশে অংশগ্রহণকারীদের মতামত নেয়া হয় এবং সবাইকে সার্টিফিকেট বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুদানের এল-ফাশারে আরএসএফ ড্রোন হামলায় ৩০ জন নিহত
মেক্সিকোতে ভারী বৃষ্টিপাতে ২৮ জনের মৃত্যু
চুয়াডাঙ্গায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
যুক্তরাষ্ট্রের আইডাহোতে কাতারের বিমান ঘাঁটি নির্মাণে যুক্তরাষ্ট্রের চুক্তি
হাইতিতে অপুষ্টির ঝুঁকিতে প্রায় ৬০ লাখ মানুষ: জাতিসংঘ প্রতিবেদন
মার্কিন বিস্ফোরক কারখানায় বিস্ফোরণে নিখোঁজ ১৯
পিসিএ সমঝোতা দ্রুততম সময়ে সম্পন্ন করতে বাংলাদেশ-ইইউ ঐকমত্য
চুয়াডাঙ্গা বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
দিনাজপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন,সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় 
লিবিয়ায় আগস্ট মাসে জাতিসংঘ মিশনে রকেট হামলার ঘটনায় আটক ২
১০