পিরোজপুরে 'জুলাইয়ের মায়েরা' শীর্ষক সভা ও চলচ্চিত্র প্রদর্শনী

বাসস
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ১৩:৫২
ছবি : বাসস

পিরোজপুর, ২ আগস্ট, ২০২৫ (বাসস): জেলায় আজ জুলাইয়ের পুনর্জাগরণ উপলক্ষ্যে 'জুলাইয়ের মায়েরা' শীর্ষক আলোচনা সভা ও জুলাই নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আশরাফুল আলম খান।

এছাড়া আরও উপস্থিত ছিলেন,  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলাউদ্দিন ভূঁইয়া জনি, অতিরিক্ত পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন, সরকারি সোহরাওয়ার্দী কলেজের  অধ্যক্ষ প্রফেসর পান্নালাল রায়, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম,জেলা সমাজসেবা কর্মকর্তা ইকবাল কবির,মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন প্রমুখ।

অনুষ্ঠানে জেলার ৭ টি উপজেলা থেকে জুলাই যোদ্ধাদের মায়েরা অংশগ্রহণ করেন।

তাদের মধ্যে বক্তব্য রাখেন,শহীদ হাফিজুল ইসলামের  মা হাফিজা বেগম, শহীদ আবু জাফরের   মা সেতারা বেগম, শহীদ এমদাদুল হকের  মা হাসিনা বেগম, শহীদ রফিকুলের স্ত্রী নাজিয়া ইসলাম।

এছাড়া আহত যোদ্ধাদের মায়েদের মধ্যে  বক্তব্য রাখেন, ইয়াসমিন  আক্তার, মমতাজ বেগম ও সাজেদা আক্তার।

সভাকক্ষে যখন শহীদ যোদ্ধাদের সন্তান হারানো  মায়েরা বক্তব্যে রাখছিলেন তখন  সভাকক্ষে পিনপতন নিরবতা নেমে আসে। অনেককে এ সময় চোখ মুছতে দেখা যায়।

সভায় শহীদ যোদ্ধা এবং আহতদের মায়েরা তাদের সন্তানদেরকে নিয়ে বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং রাষ্ট্রের কাছে তাদের  সন্তান হত্যার বিচার ও আহতদের সুচিকিৎসার দাবি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করলো জাতিসংঘ, মধ্যপ্রাচ্যে প্রথম
যুক্তরাষ্ট্রকে ১০ শতাংশ শেয়ার দিতে ট্রাম-ইন্টেল চুক্তির ঘোষণা
দেশের সমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর সতর্ক সংকেত
পুতিন-জেলেনস্কি বৈঠকের আশা ম্লান
নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদী ভাঙন বাড়ছে
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত 
সিরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় পুলিশ কর্মকর্তা নিহত
ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল
মুন্সীগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
খুলনায় শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর ৫ সহযোগী গ্রেপ্তার
১০