ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি ইসরাইলের

বাসস
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ১২:৫৭

ঢাকা, ২ আগস্ট, ২০২৫ (বাসস) : ইয়েমেন থেকে আবারও ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি। জেরুজালেমসহ ইসরাইলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বেজে ওঠে। সেনাবাহিনী জানিয়েছে, তারা শুক্রবার ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। 

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এই হামলার দায় স্বীকার করেছে।

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘কিছুক্ষণ আগে ইসরাইলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানোর পর, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরাইলি বাহিনী প্রতিহত করেছে’। 

হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি একটি ভিডিও বিবৃতিতে বলেছেন, ‘হুথিরা ‘ফিলিস্তিন ২' হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে’ ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা ২০২৩ সালের অক্টোবরে ইসরাইলে তাদের ফিলিস্তিনি মিত্র হামাসের হামলার পর থেকে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইলের বিরুদ্ধে বারবার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে আসছে।

হুথিরা ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে কাজ করছে বলে দাবি করে। তারা মার্চ মাসে শেষ হওয়া গাজায় দুই মাসের যুদ্ধ বিরতির সময় তাদের হামলা স্থগিত করেছিল। কিন্তু ইসরাইল যুদ্ধবিরতি ভঙ্গ করার পর আবার হামলা শুরু করে।

হুথি-অধিকৃত বন্দর এবং বিদ্রোহী-অধিকৃত রাজধানী সানার বিমানবন্দর লক্ষ্য করে ইয়েমেনে বেশ কয়েকটি প্রতিশোধমূলক হামলা চালিয়েছে ইসরাইল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ৪হাজার ৯শ’৭৯ মামলা
মাগুরায় রেমিট্যান্স যোদ্ধা দিবস পালিত
নির্মাণ শ্রমিকের মৃত্যুতে জাবি ভিসির শোক, তদন্ত কমিটি গঠন
জুলাই বিপ্লবের ছবি ইতিহাসের সাক্ষ্য হয়ে থাকবে : চসিক মেয়র
ফরিদপুরে মাইলস্টোনের শিক্ষার্থী রাইসা মনির কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা
টটেনহ্যাম ছাড়ার ঘোষনা দিলেন সন
ব্যবসায়ী সোহাগ হত্যা মামলায় আবির-রোমান রিমান্ডে
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সব থানায় অনলাইন জিডি চালু হচ্ছে আগামীকাল
জয়পুরহাটে রেমিট্যান্স যোদ্ধা দিবস পালিত
সিলেটে গণমিছিলে পুলিশের হামলা, শিশু ও সাংবাদিক গুলিবিদ্ধ 
১০