জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশ কাল: গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা 

বাসস
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ১১:৪১

ঢাকা, ২ আগস্ট, ২০২৫ (বাসস): জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে আগামীকাল ৩ আগস্ট ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে।

ঐতিহাসিক এ ছাত্র সমাবেশে অংশগ্রহণে ইচ্ছুক নেতাকর্মীদের প্রতি গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা দিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সংসদ। 

এ সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে নেতাকর্মীদের বলা হয়েছে:

১. ছাত্র সমাবেশে কোন ধরনের ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে আসা যাবে না। 
২. সমাবেশের শুরু থেকে শেষ পর্যন্ত কেন্দ্র কর্তৃক নির্ধারিত জায়গায় সকল ইউনিটকে বাধ্যতামূলকভাবে অবস্থান করতে হবে। 
৩. রাজধানীর কাঁটাবন মোড় থেকে আজিজ সুপার মার্কেট ও পিজি হসপিটালের মাঝের গলি দিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত এ্যাম্বুলেন্সসহ জরুরি সেবায় নিয়োজিত যানবাহনের চলাচলে সার্বিক সহযোগিতা করার জন্য নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হলো। 
৪. সমাবেশের দিনে জাতীয়তাবাদী ছাত্রদলের কোন ইউনিটের গাড়ি কোন অবস্থাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না। 
৫. ব্যক্তিগত শোডাউন ও মিছিল নিয়ে সমাবেশস্থলে আসা যাবে না। 
৬. সংশ্লিষ্ট ইউনিটের জন্য নির্ধারিত স্থান পরিষ্কার করে সমাবেশস্থল ত্যাগ করতে হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই নির্দেশনা প্রদান করেন।

ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিটি বিএনপির মিডিয়া সেলেও প্রকাশ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই গণ-অভ্যুত্থানের সকল শক্তির ঐক্য অটুট রাখতে হবে : সংস্কৃতি উপদেষ্টা
কোম্পানি আইন ১৯৯৪ সংস্কার ও যুগোপযোগীকরণের আহ্বান 
দেশের প্রতি ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেছেন জামায়াতের আমীর : নূরুল ইসলাম বুলবুল
তামিম-কুকদের ক্লাবে জয়সওয়াল
ফ্যাসিবাদবিরোধী ঐক্য জরুরি : নজরুল ইসলাম খান
ভোলায় স্পিডবোটে বাড়তি ভাড়া আদায়, বিআইডব্লিউটিএর অভিযান
যুক্তরাজ্যে গ্রীষ্মকালীন শিবিরে শিশু অসুস্থের ঘটনায় অভিযুক্ত একজন গ্রেফতার 
হাতে সময় নিয়ে বের হতে এইচএসসি-বিসিএস পরীক্ষার্থীদের প্রতি আহ্বান ডিএমপির
কোচিং ক্যারিয়ার নিয়ে আগ্রহ দেখিয়েছেন ক্রিকেটাররা
ভোলায় ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ 
১০