যুক্তরাজ্যে গ্রীষ্মকালীন শিবিরে শিশু অসুস্থের ঘটনায় অভিযুক্ত একজন গ্রেফতার 

বাসস
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ২০:০৪

ঢাকা, ২ আগস্ট, ২০২৫(বাসস) : যুক্তরাজ্যে গ্রীষ্মকালীন শিবিরে মিষ্টিতে ঘুমের ওষুধ মিশিয়ে বেশ কয়েকজন শিশুকে অসুস্থ করার অভিযোগ উঠেছে। শনিবার এ অভিযোগে ব্রিটিশ আদালতে হাজির করা হয় ৭৬ বছর বয়সী এক ব্যক্তিকে।

যুক্তরাজ্যের লিচেস্টারশায়ারের বাসিন্দা জন রুবেনের বিরুদ্ধে গত সপ্তাহে গ্রীষ্মকালীন শিবিরে শিশুদের সঙ্গে ইচ্ছাকৃতভাবে দুর্ব্যবহারের তিনটি অভিযোগ উঠেছে। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে।

লিচেস্টারশায়ার পুলিশ জানিয়েছে, তিন শিশুর সঙ্গে দুর্ব্যবহারের জন্য গতকাল শুক্রবার ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়েছে। এরপর শনিবার রুবেনকে লিচেস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। অভিযোগে বলা হয়, শিশুদের যে মিষ্টি খাওয়ানো হয়েছে, তাতে ঘুমের ওষুধ মেশানো ছিল।

গত রোববার পুলিশ খবর পায়, স্ট্যাথার্ন গ্রামে গ্রীষ্মকালীন শিবিরে শিশুরা অসুস্থ হয়ে পড়েছে। পরদিন সোমবার পুলিশ সেখানে যায় এবং আট শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। আটজনই ছেলে শিশু এবং তাদের বয়স আট থেকে ১১ বছরের মধ্যে। প্রাপ্তবয়স্ক একজনকেও হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। পরে তাদের সবাইকেই হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের পথকে দীর্ঘায়িত করলে মানুষ আবার জেগে উঠবে : মঈন খান
শ্রমিকদের জন্য বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে: এম সাখাওয়াত হোসেন 
পোপ লিও’র নেতৃত্বে নৈশপ্রার্থনায় সমবেত হচ্ছেন ১০ লাখ তরুণ
গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র পথ হলো নির্বাচন : মেজর হাফিজ
স্বাধীনতার দুশমনদের এ দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই : মামুনুল হক
আহত জুলাই যোদ্ধাদের ১৭৫৭ জনের তালিকার গেজেট প্রকাশ 
‘জুলাই শহীদদের মায়েরা চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন’
জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে ৫ আগস্ট গণমিছিল সফল করতে আহ্বান জামায়াতের
আনোয়ারায় সাপের কামড়ে কিশোরীর মৃত্যু
জয়পুরহাটে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ 
১০