তামিম-কুকদের ক্লাবে জয়সওয়াল

বাসস
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ২০:১৪
ছবি : সংগৃহীত

ঢাকা, ২ আগস্ট ২০২৫ (বাসস) : দ্য ওভালে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছেন ভারতের ওপেনার যশ্বসী জয়সওয়াল। 

২৪ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ষষ্ঠ এবং ইংল্যান্ডের মাটিতে দ্বিতীয় সেঞ্চুরির দেখা পান জয়সওয়াল। বিশ্বের পঞ্চম ওপেনার হিসেবে ইংল্যান্ডের মাটিতে দ্বিতীয় বা তার বেশি সেঞ্চুরিয়ানদের তালিকায় নাম তুলেছেন জয়সওয়াল। 

এর আগে এই তালিকায় নাম তুলেছেন ইংল্যান্ডের লেন হাটন-অ্যালিস্টার কুক, দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ ও বাংলাদেশের তামিম ইকবাল। 

৭৯ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ১৯টি শতক আছে হাটনের। এরমধ্যে ঘরের মাটিতে ওপেনার হিসেবে ১৩টি সেঞ্চুরি করেছেন তিনি। ক্যারিয়ারের সব সেঞ্চুরিই ওপেনার হিসেবে করেছেন হাটন। 

টেস্ট ক্যারিয়ারে ৩৩টি সেঞ্চুরি হাঁকিয়েছেন কুক। এরমধ্যে ওপেনার হিসেবে ঘরের মাঠে ১২টি শতক আছে তার। 

ইংল্যান্ডের মাটিতে ওপেনার হিসেবে ৫টি সেঞ্চুরি আছে স্মিথের। 

ইংল্যান্ডের মাটিতে ওপেনার হিসেবে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় চতুর্থ স্থানে আছেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম। ২টি শতক আছে তার। ২০১০ সালের সফরে লর্ডস ও ম্যানচেষ্টার টেস্টে ২টি সেঞ্চুরি করেন তামিম। 

আজ বিশ্বের পঞ্চম ব্যাটার হিসেবে ইংল্যান্ডের মাটিতে দ্বিতীয় সেঞ্চুরি করলেন জয়সওয়াল। চলতি সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসের পর পঞ্চম ও শেষ টেস্টের শেষ ইনিংসে সেঞ্চুরির দেখা পান এই বাঁ-হাতি ব্যাটার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের পথকে দীর্ঘায়িত করলে মানুষ আবার জেগে উঠবে : মঈন খান
শ্রমিকদের জন্য বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে: এম সাখাওয়াত হোসেন 
পোপ লিও’র নেতৃত্বে নৈশপ্রার্থনায় সমবেত হচ্ছেন ১০ লাখ তরুণ
গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র পথ হলো নির্বাচন : মেজর হাফিজ
স্বাধীনতার দুশমনদের এ দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই : মামুনুল হক
আহত জুলাই যোদ্ধাদের ১৭৫৭ জনের তালিকার গেজেট প্রকাশ 
‘জুলাই শহীদদের মায়েরা চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন’
জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে ৫ আগস্ট গণমিছিল সফল করতে আহ্বান জামায়াতের
আনোয়ারায় সাপের কামড়ে কিশোরীর মৃত্যু
জয়পুরহাটে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ 
১০