পিআর পদ্ধতির দাবি নির্বাচন নিয়ে ষড়যন্ত্র: সালাউদ্দিন টুকু

বাসস
প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ১৭:৫৫
সুলতান সালাউদ্দিন টুকু শুক্রবার টাঙ্গাইল শিল্পকলা একাডেমি চত্বরে আয়োজিত জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: বাসস

টাঙ্গাইল, ১ আগস্ট, ২০২৫ (বাসস) : বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, যারা পিআর পদ্ধতি নিয়ে কথা বলছেন, এ পদ্ধতি নিয়ে নির্বাচন করতে চায়, তাদের নির্বাচন নিয়ে ষড়যন্ত্র রয়েছে। 

আজ শুক্রবার দুপুরে টাঙ্গাইল শিল্পকলা একাডেমি চত্বরে আয়োজিত টাঙ্গাইল সদর উপজেলার এসএসসি/সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, এ দেশের মালিক এদেশের জনগণ। এ দেশের মানুষ তাদের ভোটের অধিকার চায়। মানুষের ভোটের অধিকার আদায়ের আন্দোলন করেছি আমরা। জনগণের ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হবে।

টুকু বলেন, আগামী নির্বাচনে যদি জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসে, তাহলে দেশের প্রত্যেক বাড়িতে পর্যায়ক্রমে একটি করে ফ্যামেলি কার্ড দেওয়া হবে। ওই ফ্যামেলি কার্ডটা থাকবে মায়েদের নামে। এতে ওই সংসারের মধ্যে মায়েরা ফ্যামেলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে টাকা পাবেন। যাতে করে মায়েরা যেন ওই পরিবারে সম্মানিত হয়। এতে করে মায়েদের আরও শক্তি বৃদ্ধি পাবে। বিএনপি এই সিদ্ধান্ত নিয়েছে।

বিএনপি এই নেতা আরো বলেন, আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ। জনগণই নির্ধারণ করবে আগামীতে বাংলাদেশ কে পরিচালনা করবে। বিগত স্বৈরাচারী সরকারের আমলে কিশোর গ্যাং তৈরি করে সারাদেশে মাঠে নামিয়েছিল। আজকের কিশোররা আগামীর বাংলাদেশ। কিশোরদের আগামীতে আর কেউ যেন ব্যবহার  না করতে না পারে সে ব্যাপারে আমরা সর্বোচ্চ প্রদক্ষেপ নেব।

এ সময় ডিপার্টমেন্ট অব বিজনেস এডমিনিস্ট্রেশন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ জুলফিকার আলী, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক ছানু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, টাঙ্গাইল জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, জেলা ছাত্রদলের আহবায়ক দুর্জয় হোড় শুভ প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবি অধ্যাপক জাহাঙ্গীর আলমের মরদেহ দেশে পৌঁছেছে
জুলাই অভ্যুত্থানে খুবি অনলাইন প্ল্যাটর্ফমগুলো জোরালো ভূমিকা রেখেছে : উপাচার্য
জুলাই বিপ্লব তরুণদের চেতনার জাগরণ : রিজভী
জুলাইয়ের গণ-অভ্যুত্থানের লড়াই ও সংগ্রামের মধ্য দিয়ে পাওয়া স্বাধীনতাকে সমুন্নত রাখতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন
রাজশাহী কলেজ অ্যালামনাইয়ের ‘গেট টুগেদার’ ঢাকায় অনুষ্ঠিত
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় মামলা, গ্রেপ্তার-৬
জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি শনিবার, দেশবাসীর দোয়া কামনা
বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে উজবেকিস্তান ফার্মাসিটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সির পরিচালকের বৈঠক
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের শুল্ক কমানো দেশের জন্য ভালো খবর : মির্জা ফখরুল
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি রাফি গ্রেপ্তার
১০