তরুণদের খেলার মাঠমুখী করতে সকলকে এগিয়ে আসতে হবে : আসাদুল হাবিব দুলু

বাসস
প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ২০:০৯
আসাদুল হাবিব দুলু আজ বিকেলে লালমনিরহাটে কলেজ পাড়া ফুটবল একাডেমির খেলোয়াড়দের নতুন জার্সি উন্মোচন করেন। ছবি: বাসস

লালমনিরহাট, ১ আগস্ট, ২০২৫(বাসস) : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, তরুণদের খেলার মাঠমুখী করতে সকলকে এগিয়ে আসতে হবে। 

তিনি আরও বলেন, “খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি একটি শক্তিশালী সামাজিক মাধ্যম। খেলাধুলা যুবসমাজকে শৃঙ্খলাবদ্ধ, স্বাস্থ্যবান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে। তাই তরুণদের মাঠমুখী রাখতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।”

আসাদুল হাবিব দুলু আজ বিকেলে জেলা সদরের বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে কলেজ পাড়া ফুটবল একাডেমির খেলোয়াড়দের নতুন জার্সি উন্মোচন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। 

কলেজ পাড়া ফুটবল একাডেমির ধারাবাহিক উদ্যোগ ও সাফল্যের প্রশংসা করে আসাদুল হাবিব দুলু আরও বলেন, “এ ধরনের খেলাধুলাভিত্তিক সংগঠন যুবসমাজকে আলোর পথে নিয়ে যেতে পারে। আমি একাডেমির পাশে আছি, ভবিষ্যতেও সব ধরনের সহযোগিতার চেষ্টা থাকবে।”

সভায় একাডেমির সাবেক, বর্তমান, সিনিয়র ও জুনিয়র পর্যায়ের দুই শতাধিক খেলোয়াড় ও কর্মকর্তা অংশ নেন।

এ সময় একাডেমির ভবিষ্যৎ পরিকল্পনা, মাঠ ও সরঞ্জাম সংকটসহ নানা বাস্তবতা নিয়ে খেলোয়াড় ও কর্মকর্তারা তাদের মতামত তুলে ধরেন।

জার্সি উন্মোচনের পাশাপাশি একাডেমির পরিচালক ও হেড কোচ এবিএম ফিরোজ সিদ্দিকী আপেলের হাতে নতুন ফুটবল ও জার্সি তুলে দেন দুলু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম ফারুক সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক একে এম মমিনুল হকসহ জেলা ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

পরে একাডেমির খেলোয়াড়রা নতুন জার্সি পরে মাঠে প্রীতি ম্যাচে অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবি অধ্যাপক জাহাঙ্গীর আলমের মরদেহ দেশে পৌঁছেছে
জুলাই অভ্যুত্থানে খুবি অনলাইন প্ল্যাটর্ফমগুলো জোরালো ভূমিকা রেখেছে : উপাচার্য
জুলাই বিপ্লব তরুণদের চেতনার জাগরণ : রিজভী
জুলাইয়ের গণ-অভ্যুত্থানের লড়াই ও সংগ্রামের মধ্য দিয়ে পাওয়া স্বাধীনতাকে সমুন্নত রাখতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন
রাজশাহী কলেজ অ্যালামনাইয়ের ‘গেট টুগেদার’ ঢাকায় অনুষ্ঠিত
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় মামলা, গ্রেপ্তার-৬
জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি শনিবার, দেশবাসীর দোয়া কামনা
বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে উজবেকিস্তান ফার্মাসিটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সির পরিচালকের বৈঠক
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের শুল্ক কমানো দেশের জন্য ভালো খবর : মির্জা ফখরুল
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি রাফি গ্রেপ্তার
১০