ঐতিহাসিক জুলাইয়ের কারণে আমরা ঐতিহ্যের উত্তরাধিকারী : ঢাবি উপাচার্য

বাসস
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১৯:০৪
রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। ছবি: ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা, ৪ আগস্ট, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের কারণে আজ আমরা একটি ঐতিহ্যের উত্তরাধিকারী। এতে আমাদের দায় বেড়েছে, এখন অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে অগ্রসর হতে হবে।

রোববার বিজনেস স্টাডিজ অনুষদ ও আইন অনুষদ আয়োজিত পৃথক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জুলাই স্মরণে বিশ্ববিদ্যালয়ে জাতীয় ও আন্তর্জাতিক মানের সেমিনার, সম্মেলন, স্মৃতিচারণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, এ আয়োজনগুলোকে শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে প্রায়োগিক রূপ দান এবং এর দিকনির্দেশনা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হবে।

বিজনেস স্টাডিজ অনুষদের সেমিনারে ‘জুলাই গণঅভ্যুত্থান : অর্থনৈতিক শোষণ ও নৈতিক অবক্ষয়’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস। আইন অনুষদের সেমিনারে ‘মানবাধিকার ও জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন সাইয়েদ আবদুল্লাহ অনুষ্ঠানের শুরুতে আইন বিভাগের শিক্ষার্থীরা ‘বিপ্লবটা ভেতরের’ নাটিকা পরিবেশন করে।

এছাড়া ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, জাপানিজ স্টাডিজ বিভাগ এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ পৃথক সেমিনার আয়োজন করে, যেখানে শিক্ষক, শিক্ষার্থী ও অংশগ্রহণকারীরা জুলাই অভ্যুত্থানের তাৎপর্য ও অভিজ্ঞতা তুলে ধরেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট দিবস উদযাপন
বাতিল হচ্ছে ১২৮ জুলাই যোদ্ধার গেজেট 
বাংলাদেশের রিজার্ভ ও মূল্যস্ফীতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছে আইএমএফ
হাসপাতালে চিকিৎসাধীন নাজিম উদ্দিনকে দেখতে গেলেন ডা. রফিক
সার ব্যবস্থাপনা সংক্রান্ত নীতিমালা ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করা হবে: কৃষি উপদেষ্টা
ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হারল বাংলাদেশ
রোহিঙ্গা শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে সহায়তা দেবে কসোভো
এআই চিপ নির্মাতা এনভিডিয়া বিশ্বের প্রথম ৫ ট্রিলিয়ন ডলারের কোম্পানি 
আল-ফাশের হাসপাতালে ৪৬০ জন নিহতের খবরে হতবাক ডব্লিউএইচও
সুদানে আরএসএফ’র বর্বরতার নিন্দা জানালো ইইউ
১০