ঐতিহাসিক জুলাইয়ের কারণে আমরা ঐতিহ্যের উত্তরাধিকারী : ঢাবি উপাচার্য

বাসস
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১৯:০৪
রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। ছবি: ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা, ৪ আগস্ট, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের কারণে আজ আমরা একটি ঐতিহ্যের উত্তরাধিকারী। এতে আমাদের দায় বেড়েছে, এখন অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে অগ্রসর হতে হবে।

রোববার বিজনেস স্টাডিজ অনুষদ ও আইন অনুষদ আয়োজিত পৃথক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জুলাই স্মরণে বিশ্ববিদ্যালয়ে জাতীয় ও আন্তর্জাতিক মানের সেমিনার, সম্মেলন, স্মৃতিচারণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, এ আয়োজনগুলোকে শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে প্রায়োগিক রূপ দান এবং এর দিকনির্দেশনা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হবে।

বিজনেস স্টাডিজ অনুষদের সেমিনারে ‘জুলাই গণঅভ্যুত্থান : অর্থনৈতিক শোষণ ও নৈতিক অবক্ষয়’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস। আইন অনুষদের সেমিনারে ‘মানবাধিকার ও জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন সাইয়েদ আবদুল্লাহ অনুষ্ঠানের শুরুতে আইন বিভাগের শিক্ষার্থীরা ‘বিপ্লবটা ভেতরের’ নাটিকা পরিবেশন করে।

এছাড়া ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, জাপানিজ স্টাডিজ বিভাগ এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ পৃথক সেমিনার আয়োজন করে, যেখানে শিক্ষক, শিক্ষার্থী ও অংশগ্রহণকারীরা জুলাই অভ্যুত্থানের তাৎপর্য ও অভিজ্ঞতা তুলে ধরেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকায় বিএনপির বিজয় র‌্যালি ৬ আগস্ট
বিমানবাহিনীর অভ্যন্তরে ‘র’ নেটওয়ার্ক ফাঁস শীর্ষক প্রতিবেদনটি বিভ্রান্তিকর 
পরিচয় শনাক্তে জুলাই আন্দোলনে শহীদ ১১৪ জনের লাশ উত্তোলনের নির্দেশ
গণতন্ত্র উত্তরণের পথে প্রতিবন্ধকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে : মির্জা ফখরুল
সিলেট সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
নালায় পড়ে জ্যোতির মৃত্যুর ঘটনা তদন্ত চেয়ে রিট 
দ্রোহের মিছিলে সিলেটের গ্রামীণ জনপদ, দিনভর সংঘর্ষ ও গুলিতে নিহত ৬
স্ত্রীসহ সাবেক যুগ্ম সচিব বিকাশ কুমার সাহার দেশত্যাগে নিষেধাজ্ঞা
চট্টগ্রাম বন্দরের জরুরি সতর্কতা: খুলছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট 
জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের সম্মানজনক পুনর্বাসন হওয়া উচিত: তথ্য উপদেষ্টা
১০