ঐতিহাসিক জুলাইয়ের কারণে আমরা ঐতিহ্যের উত্তরাধিকারী : ঢাবি উপাচার্য

বাসস
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১৯:০৪
রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। ছবি: ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা, ৪ আগস্ট, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের কারণে আজ আমরা একটি ঐতিহ্যের উত্তরাধিকারী। এতে আমাদের দায় বেড়েছে, এখন অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে অগ্রসর হতে হবে।

রোববার বিজনেস স্টাডিজ অনুষদ ও আইন অনুষদ আয়োজিত পৃথক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জুলাই স্মরণে বিশ্ববিদ্যালয়ে জাতীয় ও আন্তর্জাতিক মানের সেমিনার, সম্মেলন, স্মৃতিচারণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, এ আয়োজনগুলোকে শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে প্রায়োগিক রূপ দান এবং এর দিকনির্দেশনা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হবে।

বিজনেস স্টাডিজ অনুষদের সেমিনারে ‘জুলাই গণঅভ্যুত্থান : অর্থনৈতিক শোষণ ও নৈতিক অবক্ষয়’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস। আইন অনুষদের সেমিনারে ‘মানবাধিকার ও জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন সাইয়েদ আবদুল্লাহ অনুষ্ঠানের শুরুতে আইন বিভাগের শিক্ষার্থীরা ‘বিপ্লবটা ভেতরের’ নাটিকা পরিবেশন করে।

এছাড়া ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, জাপানিজ স্টাডিজ বিভাগ এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ পৃথক সেমিনার আয়োজন করে, যেখানে শিক্ষক, শিক্ষার্থী ও অংশগ্রহণকারীরা জুলাই অভ্যুত্থানের তাৎপর্য ও অভিজ্ঞতা তুলে ধরেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফরিদা পারভীনের মৃত্যুতে উপদেষ্টা শারমীন মুরশিদের শোক
মাছ ধরার নৌযান আটক করায় যুক্তরাষ্ট্রের ওপর ক্ষুব্ধ ভেনেজুয়েলা
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আগে ন্যাটোকে রুশ তেল কেনা বন্ধের দাবি ট্রাম্পের
রাঙ্গামাটিতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা
মেক্সিকো সিটিতে গ্যাসবাহী ট্রাক বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৩
মেহেরপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা
বিদেশি শান্তি পরিকল্পনা থেকে সরে দাঁড়াল সুদান সরকার
ভোলা উপকূলে জেলেদের জালের জীবন জলে বন্দী
সুদের হার কমানোর পথে ফেড, রাজনৈতিক উত্তেজনা বাড়ছে
পশ্চিম আফ্রিকার উপকূলে নৌ-দুর্ঘটনায় ৫ মৌরিতানিয়ান নিখোঁজ
১০