বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান বাচ্চুসহ ১৭ জনের বিরুদ্ধে দুদকের ৩০ কোটি টাকা আত্মসাতের মামলা

বাসস
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ২২:২৭

ঢাকা, ৪ আগস্ট, ২০২৫ (বাসস) :  বেসিক ব্যাংক লিমিটেড থেকে ভুয়া বন্ধকি সম্পত্তি দেখিয়ে এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চুসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

প্রধান কার্যালয়ে নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে আজ এ তথ্য জানান দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন। গত ৩১ জুলাই এ মামলা দায়ের করা হয়েছে।

দুদক জানায়, আসামিরা পরস্পর যোগসাজশে  নিজেরা লাভবান হওয়ার আশায় এবং অপরকে লাভবান করার অসৎ উদ্দেশ্যে প্রতারণপূর্বক অপরাধজনক বিশ্বাস ভঙ্গ এবং অসদাচরণের মাধ্যমে বেসিক ব্যাংক থেকে ৩০ কোটি টাকা আত্মসাৎ করেছে।

এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে এবং ক্ষমতার অপব্যবহার করে মঞ্জুরিকৃত ঋণের বিপরীতে প্রকৃত বন্ধকি সম্পত্তি না রেখে জাল কাগজপত্র ব্যবহার করে ব্যাংক থেকে ঋণ ছাড় করেন। এরপর তারা ঋণের অর্থ বিভিন্ন উপায়ে আত্মসাৎ করেন।

মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চুকে। এছাড়াও অভিযোগপত্রে বেসিক ব্যাংকের সাবেক পরিচালক, ব্যবস্থাপক, মূল্যায়নকারী কর্মকর্তা ও সংশ্লিষ্ট ভুয়া প্রতিষ্ঠানের মালিকদের নাম উল্লেখ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপি ও দলটির অঙ্গ সহযোগী সংগঠনের ৫৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি প্রদান
সৌদি আরবে অপহরণ, দেশে মুক্তিপণ আদায় চক্রের সদস্য গ্রেফতার
কমোডিটি এক্সচেঞ্জ চালু করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১
সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
রাজধানীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও যানজট নিরসনে ডিএমপির বিশেষ অভিযান
ঢাবির জগন্নাথ হলে সংহতির বাংলাদেশ নাইট ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধন
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৪ মাসে এডিপি বাস্তবায়ন সামান্য বৃদ্ধি
১০