বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান বাচ্চুসহ ১৭ জনের বিরুদ্ধে দুদকের ৩০ কোটি টাকা আত্মসাতের মামলা

বাসস
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ২২:২৭

ঢাকা, ৪ আগস্ট, ২০২৫ (বাসস) :  বেসিক ব্যাংক লিমিটেড থেকে ভুয়া বন্ধকি সম্পত্তি দেখিয়ে এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চুসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

প্রধান কার্যালয়ে নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে আজ এ তথ্য জানান দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন। গত ৩১ জুলাই এ মামলা দায়ের করা হয়েছে।

দুদক জানায়, আসামিরা পরস্পর যোগসাজশে  নিজেরা লাভবান হওয়ার আশায় এবং অপরকে লাভবান করার অসৎ উদ্দেশ্যে প্রতারণপূর্বক অপরাধজনক বিশ্বাস ভঙ্গ এবং অসদাচরণের মাধ্যমে বেসিক ব্যাংক থেকে ৩০ কোটি টাকা আত্মসাৎ করেছে।

এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে এবং ক্ষমতার অপব্যবহার করে মঞ্জুরিকৃত ঋণের বিপরীতে প্রকৃত বন্ধকি সম্পত্তি না রেখে জাল কাগজপত্র ব্যবহার করে ব্যাংক থেকে ঋণ ছাড় করেন। এরপর তারা ঋণের অর্থ বিভিন্ন উপায়ে আত্মসাৎ করেন।

মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চুকে। এছাড়াও অভিযোগপত্রে বেসিক ব্যাংকের সাবেক পরিচালক, ব্যবস্থাপক, মূল্যায়নকারী কর্মকর্তা ও সংশ্লিষ্ট ভুয়া প্রতিষ্ঠানের মালিকদের নাম উল্লেখ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
পুলিশের সাফল্যের প্রধান নিয়ামক হল জনসম্পৃক্ততা : ডিএমপি কমিশনার
বরেণ্য সংগীত শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক
অবৈধ জাল ব্যবহারকারীরা দেশের শত্রু : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
সংগীতশিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার শোক
পটিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মৃত্যু ২
ব্যাটিং ব্যর্থতায় শ্রীলংকার কাছে ধরাশায়ী বাংলাদেশ
বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক
জনগণ রায় দিলে ৫ বছরের মধ্যেই দেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত করা সম্ভব : ডা. শফিকুর রহমান
১০