বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান বাচ্চুসহ ১৭ জনের বিরুদ্ধে দুদকের ৩০ কোটি টাকা আত্মসাতের মামলা

বাসস
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ২২:২৭

ঢাকা, ৪ আগস্ট, ২০২৫ (বাসস) :  বেসিক ব্যাংক লিমিটেড থেকে ভুয়া বন্ধকি সম্পত্তি দেখিয়ে এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চুসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

প্রধান কার্যালয়ে নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে আজ এ তথ্য জানান দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন। গত ৩১ জুলাই এ মামলা দায়ের করা হয়েছে।

দুদক জানায়, আসামিরা পরস্পর যোগসাজশে  নিজেরা লাভবান হওয়ার আশায় এবং অপরকে লাভবান করার অসৎ উদ্দেশ্যে প্রতারণপূর্বক অপরাধজনক বিশ্বাস ভঙ্গ এবং অসদাচরণের মাধ্যমে বেসিক ব্যাংক থেকে ৩০ কোটি টাকা আত্মসাৎ করেছে।

এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে এবং ক্ষমতার অপব্যবহার করে মঞ্জুরিকৃত ঋণের বিপরীতে প্রকৃত বন্ধকি সম্পত্তি না রেখে জাল কাগজপত্র ব্যবহার করে ব্যাংক থেকে ঋণ ছাড় করেন। এরপর তারা ঋণের অর্থ বিভিন্ন উপায়ে আত্মসাৎ করেন।

মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চুকে। এছাড়াও অভিযোগপত্রে বেসিক ব্যাংকের সাবেক পরিচালক, ব্যবস্থাপক, মূল্যায়নকারী কর্মকর্তা ও সংশ্লিষ্ট ভুয়া প্রতিষ্ঠানের মালিকদের নাম উল্লেখ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট দিবস উদযাপন
বাতিল হচ্ছে ১২৮ জুলাই যোদ্ধার গেজেট 
বাংলাদেশের রিজার্ভ ও মূল্যস্ফীতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছে আইএমএফ
হাসপাতালে চিকিৎসাধীন নাজিম উদ্দিনকে দেখতে গেলেন ডা. রফিক
সার ব্যবস্থাপনা সংক্রান্ত নীতিমালা ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করা হবে: কৃষি উপদেষ্টা
ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হারল বাংলাদেশ
রোহিঙ্গা শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে সহায়তা দেবে কসোভো
এআই চিপ নির্মাতা এনভিডিয়া বিশ্বের প্রথম ৫ ট্রিলিয়ন ডলারের কোম্পানি 
আল-ফাশের হাসপাতালে ৪৬০ জন নিহতের খবরে হতবাক ডব্লিউএইচও
সুদানে আরএসএফ’র বর্বরতার নিন্দা জানালো ইইউ
১০