বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান বাচ্চুসহ ১৭ জনের বিরুদ্ধে দুদকের ৩০ কোটি টাকা আত্মসাতের মামলা

বাসস
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ২২:২৭

ঢাকা, ৪ আগস্ট, ২০২৫ (বাসস) :  বেসিক ব্যাংক লিমিটেড থেকে ভুয়া বন্ধকি সম্পত্তি দেখিয়ে এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চুসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

প্রধান কার্যালয়ে নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে আজ এ তথ্য জানান দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন। গত ৩১ জুলাই এ মামলা দায়ের করা হয়েছে।

দুদক জানায়, আসামিরা পরস্পর যোগসাজশে  নিজেরা লাভবান হওয়ার আশায় এবং অপরকে লাভবান করার অসৎ উদ্দেশ্যে প্রতারণপূর্বক অপরাধজনক বিশ্বাস ভঙ্গ এবং অসদাচরণের মাধ্যমে বেসিক ব্যাংক থেকে ৩০ কোটি টাকা আত্মসাৎ করেছে।

এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে এবং ক্ষমতার অপব্যবহার করে মঞ্জুরিকৃত ঋণের বিপরীতে প্রকৃত বন্ধকি সম্পত্তি না রেখে জাল কাগজপত্র ব্যবহার করে ব্যাংক থেকে ঋণ ছাড় করেন। এরপর তারা ঋণের অর্থ বিভিন্ন উপায়ে আত্মসাৎ করেন।

মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চুকে। এছাড়াও অভিযোগপত্রে বেসিক ব্যাংকের সাবেক পরিচালক, ব্যবস্থাপক, মূল্যায়নকারী কর্মকর্তা ও সংশ্লিষ্ট ভুয়া প্রতিষ্ঠানের মালিকদের নাম উল্লেখ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অন্তর্বর্তী সরকারের কাছে ২১ লাখ টন খাদ্যশস্য মজুদ আছে
যৌতুকের টাকা না দেয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
রাজধানীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার 
প্রফেসর ড. এম শমসের আলীর মৃত্যুতে বিআইআইটি’র স্মরণসভা ও দোয়া
জমিয়তের সঙ্গে বৈঠক : শিগগিরই নির্বাচনের স্পষ্ট ঘোষণার আশা বিএনপির
জাতি হিসেবে জুলাই গণঅভ্যুত্থানের ত্যাগ বৃথা যেতে দেয়া যাবে না : শিক্ষা উপদেষ্টা
দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করেছে সরকার 
প্রান্তিক জনগোষ্ঠীর সেবা নিশ্চিত করতে সমাজসেবা কর্মকর্তাদের প্রধান উপদেষ্টার নির্দেশ
পাকিস্তানের সঙ্গে সব অমীমাংসিত বিষয়ে আলোচনা হবে : তৌহিদ হোসেন
বিএনপি ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা নেবে : তারেক রহমান
১০