রাজধানীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯ নেতাকর্মী গ্রেফতার

বাসস
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১৭:১৪

ঢাকা, ৬ আগস্ট, ২০২৫ (বাসস) : রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নয়জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এর মধ্যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আটজনকে এবং খিলগাঁও থানা পুলিশ একজনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম বেপারী (৬২), ওয়ারী থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা (৪২), ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ খান (৫৪), তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান পলাশ (৪৯), রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও থানা ছাত্রলীগের সহ-সভাপতি মো. মোক্তার হোসেন সোহান (৩৩), ঝালকাঠির নলছিটি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মো. আলম হাওলাদার (৫০), চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন মিঠু (৪৮), খিলগাঁও থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক উদয়ন শার্নাল মাধব এবং ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. রিপন (৩৮)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বাসসকে জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টায় ডিবি ওয়ারী বিভাগের একটি টিম যাত্রাবাড়ী থানাধীন সাইনবোর্ড এলাকা থেকে মো. জাহাঙ্গীর আলম বেপারীকে, স্বামীবাগ এলাকা থেকে মো. সেলিম রেজাকে এবং মো. সাখাওয়াত হোসেন মিঠুকে গ্রেফতার করে।

আরেক অভিযানে রাত সাড়ে ১১টায় রামপুরা থানাধীন বনশ্রী এলাকা থেকে আবুল কালাম আজাদ খান ও নাজমুল হাসান পলাশকে গ্রেফতার করে ডিবি সাইবার দক্ষিণ বিভাগ।

এর আগে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় কুড়িল বিশ্বরোড এলাকা থেকে মো. মোক্তার হোসেন সোহান এবং সন্ধ্যা সাড়ে ৭টায় লালবাগ থানা এলাকা থেকে মো. আলম হাওলাদারকে গ্রেফতার করে ডিবি মতিঝিল বিভাগ। সবুজবাগ এলাকা থেকে উদয়ন শার্নাল মাধবকে গ্রেফতার করে ডিবি সাইবার বিভাগের আরেকটি টিম।

অপরদিকে খিলগাঁও থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে করে খিলগাঁও থানাধীন গোড়ান এলাকা থেকে রিপনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিজয় মিছিলে জনতার ঢল
ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় র‌্যালিতে জনদুর্ভোগ, দুঃখ প্রকাশ
অন্তর্বর্তী সরকারের কাছে খাদ্যশস্য মজুদ আছে ২১ লাখ মেট্রিক টন
এক বছরে বিমান খাতে রূপান্তরমূলক অগ্রগতি দৃশ্যমান
বাজার পরিস্থিতি এখন আরো স্থিতিশীল, ‘ব্যবসা সহজীকরণে’ সংস্কার চলমান
গত এক বছরে বাংলাদেশ কেন্দ্রিক পররাষ্ট্রনীতি অনুসরণ করেছে : তৌহিদ
সরকার মানসম্পন্ন ব্যয় নিশ্চিত ও তহবিল অপব্যবহার রোধ করছে
অন্তর্বর্তী সরকার ১৮ হাজার ৬৩১ কোটি টাকার বৈদেশিক বিদ্যুৎ বিল পরিশোধ করেছে
অন্তর্বর্তী সরকারের এক বছর : শ্রম ও কর্মসংস্থান খাতে নানা উদ্যোগ
তারেক রহমানের শ্বশুরের ৪১তম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল
১০