সাবেক অতিরিক্ত সচিব হারুন-অর-রশিদের বিরুদ্ধে দুদকের মামলা 

বাসস
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১৮:৫২
ফাইল ছবি

ঢাকা, ৬ আগস্ট, ২০২৫ (বাসস): স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো. হারুন-অর-রশিদ বিশ্বাসের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিপুল অঙ্কের সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে একটি মামলা দায়েরের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ দুদকের প্রধান কার্যালয়ে করা এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

দুদক জানায়, হারুন-অর-রশিদ বিশ্বাস জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে মোট ৫ কোটি ৩৭ লাখ ৩৩ হাজার ৮৬ টাকার সম্পদের মালিকানা অর্জন ও দখলে রেখেছেন। এছাড়া, তিনি ও তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে থাকা নয়টি ব্যাংক হিসাবে ৫৭ কোটি ৭০ লাখ ১১ হাজার ৭৩৯ টাকার সন্দেহজনক লেনদেন সংঘটিত হয়েছে।

দুদকের অনুসন্ধান জানা যায়, তার বৈধ আয়ের পরিমাণ ৩ কোটি ৫৯ লাখ ২ হাজার ৯৫ টাকা। কিন্তু অনুসন্ধানকালে তার নামে পাওয়া সম্পদের মোট মূল্য ৮ কোটি ৯৬ লাখ ৩৫ হাজার ১৮১ টাকা এবং সর্বশেষ আয়কর রিটার্নে দেখানো নিট সম্পদের পরিমাণ ৭ কোটি ১৭ লাখ ৩২ হাজার ৫৮৩ টাকা। ফলে জ্ঞাত আয়ের বাইরে ৫ কোটি ৩৭ লাখ ৩৩ হাজার ৮৬ টাকার সম্পদ অর্জনের বিষয়টি প্রমাণিত হয়েছে।

তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা; মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা; এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
উত্তর কোরিয়ার নেতা বেইজিং-এ অনুষ্ঠেয় কুচকাওয়াজে যোগ দেবেন
জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল কোর্সে ভর্তি আবেদনের সময় বৃদ্ধি 
কিয়েভে রুশ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪
ঠাকুরগাঁওয়ে জলবায়ু সহনশীল কর্ম পরিকল্পনা বিষয়ক কর্মশালা
শীর্ষ সম্মেলন ও সামরিক প্রদর্শনীর মাধ্যমে অপশ্চিমা জোট জোরদার করবে চীন
নৌ পুলিশের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল ও মাছ উদ্ধার, আটক ৩১৫
গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া চূড়ান্ত অনুমোদন
বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের অবস্থানের সময়সীমা সীমিত করছে ট্রাম্প প্রশাসন
খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের জন্য কমিটি গঠন
ইকুয়েডরে বাস খাদে পড়ে ৯ জনের মৃত্যু
১০